জাতীয় ও আন্তর্জাতিক

দ্রুত সমাধান না হলে রোহিঙ্গা ইস্যু অর্থনীতি ও নিরাপত্তা জটিলতা সৃষ্টি করবে :: সুজন সম্পাদক

By মেহেরপুর নিউজ

September 21, 2017

মেহেরপুর নিউজ, ২১ সেপ্টেম্বর: সু-শাসনের জন্য নাগরিক (সুজন) এর সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের বিরাট সংকট সৃষ্টি হয়েছে। দ্রুত সমাধান না হলে অর্থনৈতিক চাপ বাড়বে এবং নিরাপত্তা জটিলতা সৃষ্টি হতে পারে সংশয় প্রকাশ করেন তিনি। বৃহস্পতিবার দুপুরে মেহেরপুরের গাংনীতে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর স্বেচ্ছাসেবকদের সাথে অভিজ্ঞতা বিনিময় সভায় যোগ দেওয়ার পূর্বে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সুজনের সম্পাদক একথা গুলো বলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনে নির্বাচন কমিশনের প্রতি আহবান জানিয়ে ড. মজুমদার বলেন, সবার জন্য সম সুযোগ সৃষ্টি করতে পারলেই একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব হবে। জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম মেহেরপুর জেলা শাখার সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অভিজ্ঞতা বিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বামুন্দী ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, দি হাঙ্গার প্রজেক্টের ইউএসএ’র এনইডি ষ্টাফ মনাদে, মনিটরিং অফিসার ক্যাথেলিন, গাংনী মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মহিবুর রহমান মিন্টু ও দি হাঙ্গার প্রজেক্টের এলাকা সমন্নকারী হেলাল উদ্দীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উজ্জীবক আবু সায়েম পল্টু। মতবিনিময় সভায় নারী নেত্রী, ইয়ুথ লিডার, উজ্জীবক, গণ গবেষক, সুজন ও পেভের শতাধিক স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন।