বর্তমান পরিপ্রেক্ষিত

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

By মেহেরপুর নিউজ

April 18, 2022

মেহেরপুর নিউজ:

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট,ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আর্থ সামাজিক প্রেক্ষাপটে পুরহিত সেবায়েতের দক্ষতা বৃদ্ধি প্রকল্প শীর্ষক প্রকল্প (দ্বিতীয় পর্যায়ে)’র আওতায় মেহেরপুর জেলায় পুরহিত সেবাইতাদের ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন।

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের জুনিয়র কনসালটেন্ট অশোক কুমার চ্যাটার্জীর সভাপতিত্বে মেহেরপুর নিগমানন্দ সরস্বতী ও শিবালয় আশ্রম মন্দিরে অনুষ্ঠিত প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য,প্রধান শিক্ষক শাশ্বত নিপ্পন চক্রবর্ত্তী, ধীজেন্দ্রনাথ সরকার, কিশোর পাত্র, সহকারি পরিচালক হ্যাপি সাহা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সুশীল চক্রবর্তী। ৩ দিনের এই প্রশিক্ষণে মেহেরপুরের ৫০ জন পুরোহিত সেবায় অংশগ্রহণ করছে।