নির্বাচন

ধানখােলা ইউপি নির্বাচনে মেম্বর প্রার্থী মাজহারুলের মনােনয়ন ফর্ম উত্তােলন

By মেহেরপুর নিউজ

October 19, 2021

সাহাজুল সাজু :

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের (সদস্য) মেম্বর পদে মাজহারুল ইসলাম মনােনয়ন ফর্ম উত্তােলন করেছেন।

মঙ্গলবার দুপুরে সহকারি রিটার্নিং অফিসার ও গাংনী উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আ স ম মাহফুজুর রহমান কল্লােল-এর কাছ থেকে তিনি মনােনয়ন ফর্ম উত্তােলন করেন। উল্লেখ্য আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে ধানখােলা ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।