মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগ জেলা পর্যায়ের ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্মকর্তাগণের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্মকর্তাগণের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্মকর্তাদের প্রশিক্ষণে মূল প্রতিপাদ্যের উপর আলোকপাত করেন অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস।
অন্যদের মধ্যে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সুপার জমির মোহাম্মদ হাসিবুস সাত্তার , পিপি পল্লব ভট্টাচার্য, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, ইসলামিক ফাউন্ডেশন এর উপর পরিচালক এজিএম সিরাজুম মনির, প্রাথমিক শিক্ষা অফিসার ভূপেষ রন্জন রায়, জেলা যুব উন্নয়ন অদিপ্তরের উপ-পরিচাল ফিরোজ আহমেদ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর উপ পরিচালক নীলা হাফিয়া, মুজিবনগর উপজেলা সরকারি কমিশনার (ভুমি) ও ম্যাজিস্ট্রেট সাদাত আহমেদ, সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী, দেবাংশু বিশ্বাস, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন, জেলা স্যানেটারি ইন্সপেক্টর জামাত আলি, সদর উপজেলার স্যানেটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।