বর্তমান পরিপ্রেক্ষিত

নববর্ষের বিশেষ নাটক ‘অদেখা’

By মেহেরপুর নিউজ

April 12, 2019

বিনোদন ডেস্ক, ১২ এপ্রিল:

বেসরকারি টেলিভিশন দেশটিভির জন্য নির্মিত হয়েছে পয়লা বৈশাখের বিশেষ নাটক ‘অদেখা।’ নাটকটি সবুজ ওয়াহিদের রচনা ও গৌতম কৈরির পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, স্নিগ্ধা মোমিন প্রমুখ। দেশ টিভিতে নাটকটি প্রচারিত হবে রবিবার রাত ৯টা ৪৫ মিনিটে।

নাটকের গল্পে দেখা যায়, প্রবীণ ফটোগ্রাফার মাদল এক অদ্ভুত ক্রাইসিসে ভুগছেন। বহুদিন তার কোন এক্সিবিশন হয়নি। তিনি সারাজীবন ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি করেছেন কিন্তু এখন তার লেন্স মানুষ খোঁজে। তিনি পোট্রেইট তুলবেন। এমন মানুষ যাকে আগে কেউ কখনো দেখেনি, যার রূপে আগে কেউ কখনো মুগ্ধ হয়নি। মাদল খুঁজে পায় তরুণী ফুলওয়ালি মিলিকে। মিলির রূপে আছে এক অদেখা স্পর্শ। মিলি ড্রইং রুমে সাজানো ফুল নয়। মিলি যেন গোপনে ফুটে ওঠা বুনোতেউড়ি। মিলিকে মাদল রাজি করায় তার মডেল হতে। মিলির সাথে সময় কাটাতে কাটাতে তার সারল্য মাদলকে ভাসিয়ে নিয়ে যায়। সে জীবনকে নতুন ভাবে দেখতে শুরু করে। মিলিও যেন খুঁজে পায় এক অদেখা জীবন। মাদলের লেন্সের ছোঁয়ায় সে হয়ে ওঠে অনন্য। বয়সের দূরত্ব ভেঙে দুজনেই দুজনের প্রতি দুর্বল হয়ে পড়ে কিন্তু কেউ কাউকে জানাতে পারেনা মনের কথা। মাদলের তোলা মিলির ছবি দেখে তার বন্ধু এক গ্যালারির মালিক উচ্ছস্বিত প্রশংসা করেন। তিনি এক্সিবিশন করতে রাজি হন। মিলিও এই খবর জেনে স্বপ্ন দেখতে শুরু করে সব দারিদ্র্য পেছনে ফেলে অসুস্থ মাকে নিয়ে এক সুন্দর জীবন শুরু করার। মাদলও অপেক্ষা করে মিলির এই জীবনে সঙ্গী হওয়ার। কিন্তু দেখা স্বপ্ন অদেখা হয়ে যায় যখন এক্সিবিশনের দিন রোড এক্সিডেন্টে শব্দহীন হয়ে যায় মিলির দুটো চোখ।