বর্তমান পরিপ্রেক্ষিত

নবাগত জেলা প্রশাসকের সাথে মেহেরপুরের সুধীজনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

August 03, 2023

 মেহেরপুর নিউজ:

নবাগত জেলা প্রশাসকের সাথে মেহেরপুরের সুধীজনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নবাগত জেলা প্রশাসক শামীম হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শামীন হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিউজা-উল জান্নাহ ,সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, পিপি পল্লব ভট্টাচার্য, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি নুরুল আহমেদ, প্রমুখ উপস্থিত ছিলেন।