মেহেরপুর নিউজ:
মেহেরপুরে নিয়োগ প্রাপ্ত জেলা প্রশাসক মোঃ শামীম হাসান মেহেরপুরে পৌঁছেছেন। রবিবার বিকালের দিকে নবাগত জেলা প্রশাসক শামীম হাসান মুজিবনগর স্মৃতিসৌধ পুষ্পমাল্য অর্পণ শেষে মেহেরপুর সার্কিট হাউজে পৌঁছান।
নবাগত জেলা প্রশাসক মোঃ শামীম হাসান মুজিবনগর এলাকায় এসে পৌঁছালে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি স্মৃতিসৌধের পুষ্পমালা অর্পণ করেন। এ সময় তিনি সকলের সহযোগিতা নিয়ে মেহেরপুরের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে ত্বরান্বিত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।