জাতীয় ও আন্তর্জাতিক

নভেম্বরে শুরু বঙ্গবন্ধুর বায়োপিকের শুটিং

By মেহেরপুর নিউজ

May 11, 2019

বিনোদন ডেস্ক, ১১ মে: বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বায়োপিকের শ্যুটিং শুরু হবে এ বছর নভেম্বর মাস থেকে। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় বাংলায় নির্মিত এই ছবিটির পরিচালনা করবেন খ্যাতনামা চিত্রপরিচালক শ্যাম বেনেগাল। ছবিটি মুক্তি পাবে ২০২০ সালে, বঙ্গবন্ধুর জন্মদিনে।

বঙ্গবন্ধু মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে এই যৌথ উদ্যোগ নেওয়া হয়েছে। জানা গেছে, এটি হবে শেখ মুজিবের জীবন নিয়ে একটি পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র। দুই দেশের সংশ্লিষ্ট কর্তাদের সঙ্গে ইতিমধ্যে কয়েক দফা বৈঠক করেছেন পরিচালক।

শ্যাম বেনেগাল জানিয়েছেন, ১৮০ মিনিটে বঙ্গবন্ধুর জীবনসংগ্রাম তুলে ধরা হবে বড় পর্দায়। শ্যাম আরও বলেন, ‘ছবির জন্য গবেষণার কাজে চিত্রনাট্যকার অতুল তিওয়ারি আগামী সপ্তাহে বাংলাদেশে আসছেন। বাংলাদেশের পিপলু খান এই কাজে তাঁকে সহায়তা করবেন।

সূত্র: কালের কণ্ঠ