ফুটবল

নাটকীয় জয়ে রাজনগর পাবলিক ক্লাব সেমিফাইনালে

By মেহেরপুর নিউজ

August 22, 2022

 মেহেরপুর নিউজ:

খেলার প্রথম থেকে ৩৩ মিনিট পর্যন্ত ১ গোলে এগিয়ে থাকার পর শেষ মিনিটে খেলায় সমতা। টাইব্রেকারে ৫ টি কিক থেকে ৪-৩ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো শক্তিশালী ঝাঁঝা ফ্রেন্ডস একাদশকে। অর্থাৎ অপেক্ষাকৃত দুর্বল রাজনগর পাবলিক ক্লাব তৃতীয় দল হিসাবে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।

মেহেরপুর সদর উপজেলার গোভীপুর ভৈরব ক্লাবের উদ্যোগে গোভীপুর মাঠে অনুষ্ঠিত গোভীপুর ভৈরব ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টে রাজনগর পাবলিক ক্লাব টাইব্রেকারে (১-১) ৬-৫ গোলের ঝাঁঝা ফ্রেন্ডস একাদশকে পরাজিত করে। সোমবার অনুষ্ঠিত ৩য় কোয়ার্টার ফাইনাল খেলার প্রথমার্ধের ১৪ মিনিটের মাথায় ঝাঁঝা ফ্রেন্ডস একাদশের মিঠু দর্শনীয় গোল করে ফ্রেন্ডস একাদশকে এগিয়ে নেন। খেলা শেষ হওয়ার মিনিট দুয়েক পূর্বে রাজনগর পাবলিক ক্লাবের পক্ষে হানিফ সমতাসূচক গোলটি করেন। শেষ প্রর্যন্ত টাইব্রেকারে মাধ্যমে খেলার নিষ্পত্তি ঘটানো হয়। স্পর্ট কিকের প্রথম ৪টি কিকে ফ্রেন্ডস একাদশের কৃষ্ণ, কায়েস,শাকিল ও সাহারুল একটি করে গোল করলেও দলের নির্ভরযোগ্য স্ট্রাইকার মিঠুর কিক প্রতিপক্ষ দলের গোলরক্ষক মতিয়ার আটকে দেন। মিঠু গোল করতে পারলেই ফ্রেন্ডস একাদশ জয়লাভ করতো। কেননা ওই সময় পর্যন্ত তারা ৪-৩ গোলে এগিয়ে ছিল।

রাজনগর পাবলিক ক্লাবের ইমনের প্রথম কিক ফ্রেন্ডস একাদশের গোলরক্ষক মিঠুন আটকে দিলেও পরবর্তীতে শরীফ, হানিফ, শান্ত, জাবেদ খান গোল করে নির্ধারিত ৫টি কিকে ৪টি গোল করে খেলায় আবারো সমতা ফেরান। পরবর্তীতে রাজনগর পাবলিক ক্লাবের পক্ষে আশরাফুল এবং শাওন গোল করেন। ফ্রেন্ডস একাদশের পাভেল একটি গোল করেন। ফ্রেন্ডস একাদশের চঞ্চল এবং রহমানের কিক প্রতিপক্ষ দলের গোলরক্ষক মতিয়ার আটকে দিয়ে রাজনগরকে সেমির টিকিট নিশ্চিত করেন।

খেলায় বিজয় দলের গোলরক্ষক মতিয়ার ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। সজীব স্পোর্টস এর পক্ষ থেকে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার দেওয়া হয়। খেলা পরিচালনা করেন সুমন। তাকে সহযোগিতা করেন আলমগীর হোসেন লালটু এবং জাহাঙ্গীর হোসেন। বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহজামান ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার বিতরণ করেন। এসময় গোভিপুর ভৈরব ক্লাবের সহ-সভাপতি সেলিম, সাধারণ সম্পাদক পলাশ, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক বজলুর রশিদ, বজলুর রহমান, কোয়েল, জাকির প্রমুখ উপস্থিত ছিলেন।