সারাদেশ

নাটরের সিংড়ায় দুই ভাইকে কুপিয়ে হত্যা

By মেহেরপুর নিউজ

August 05, 2016

ডেস্ক রিপোর্ট,০৫ আগস্টঃ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নাটোরের সিংড়া উপজেলায় এক সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ও তার ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

শুক্রবার (০৫ আগস্ট) ভোরে উপজেলার দুর্গম ডাহিয়া ইউনিয়নের বড়গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বড়গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে মোজাফফর হোসেন মোজা (৪০) ও তার ভাই হাসেম আলী (৩৮)।

হামলায় গুরুতর আহত হয়েছেন মহসীন আলী (৩৫) নামে তাদের অপর ভাই।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মণ্ডল জানান, চলনবিল অধ্যুষিত দুর্গম বড়গ্রামের সাবেক ইউপি সদস্য মোজার সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে বর্তমান ইউপি সদস্য ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ইউনুস আলীর বিরোধ চলছে।

বৃহস্পতিবার (০৪ আগস্ট) রাতে মোজাকে প্রতিবেশী আসমা নামে এক নারীকে দিয়ে তার বাড়িতে ডেকে আনেন ইউনুস। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে ইউনুসের লোকজন মোজাকে কুপিয়ে হত্যা করে।

এরপর নারীঘটিত অপকর্মে জড়িত থাকার অভিযোগ তুলে মোজার দুই ভাই মহসিন ও হাসেমকেও ডেকে আনা হয়।

মহসিন ও হাসেম ওই বাড়িতে যাওয়া মাত্র তাদের ওপর চড়াও হয় ইউনুসের লোকজন। তাদের ধারালো অস্ত্রের আঘাতে হাসেমের পা ও মহসিনের হাতের আঙুল কাটা পড়ে। এ সময় মহসিন পালিয়ে যেতে সক্ষম হলেও নিহত মোজা ও আহত হাসেমকে আসমার বাড়িতে ফেলে রেখে যান ইউনুস ও তার লোকজন।

শুক্রবার সকালে স্থানীয়রা হাসেমকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দু’টি উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি আরো জানান, মোজার বিরুদ্ধে থানায় অন্তত ১০টি মামলা রয়েছে। তবে এ হত্যায় কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।

স্থানীয় ডাহিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম জানান, নিহত মোজা ডাকাত ছিলেন। ইউপি সদস্য ইউনুসের সঙ্গে মোজার পূর্ব থেকে বিরোধ ছিল। ওই বিরোধের কারণেই এ ঘটনা ঘটেছে বলে তার ধারণা।