বর্তমান পরিপ্রেক্ষিত

নাটােরে সড়ক দুর্ঘটনায় ৮জন নিহত : ২ জনের বাড়ি গাংনীতে

By Meherpur News

July 23, 2025

গাংনী প্রতিনিধি :

নাটোরে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে নারীসহ ৮জন নিহত হয়েছেন। নিহতের মধ্যে ২ জন মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়ীয়া গ্রামের একই পরিবারের।এরা হলেন-বেতবাড়ীয়া গ্রামের মহাম্মদ মােল্লার স্ত্রী আঞ্জুয়ারা খাতুন (৭৫) ও তার মেয়ে সিমা খাতুন (৪০)।

এছাড়াও নিহতরা হলেন-কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামের জাহিদুল ইসলাম (৬৫), তার স্ত্রী শেলি বেগম (৬০), আন্না খাতুন (৬০), মাইক্রোচালক শাহাবুদ্দীন (৩৮), আঞ্জোয়ারা খাতুন (৫০) ও প্রাগপুর গ্রামের ইতিয়ারা খাতুন (৪১)।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে নাটােরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে আইড়মারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে কুষ্টিয়া থেকে যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস সিরাজগঞ্জ এর দিকে যাচ্ছিল। পথে মধ্যে নাটােরের বড়াইগ্রাম ইউনিয়নের রয়না তরমুজ ফিলিং স্টেশনের কাছে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বিকট শব্দ হয় এবং মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

এসময় ঘটনাস্থলেই চার নারী ও এক পুরুষ নিহত হন। এতে আহত হন তিনজন। তাদের হাসপাতালে নেওয়ার পথে আরও এক নারীর মৃত্যু হয়। আহত দুজনকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে তারাও মারা যান।