অন্যান্য

নানা আয়োজনের মধ্যে দিয়ে মেহেরপুরে শুভ বড় দিন উৎযাপন

By মেহেরপুর নিউজ

December 25, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ ডিসেম্বর: খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড় দিন। নানা আয়োজনের মধ্যে দিয়ে মেহেরপুরের গাংনী মুজিবনগরে দিন টি উৎযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে জেলার বিভিন্ন গীর্জায় চলে প্রার্থনা। এদিকে দিবস টি উপলক্ষে গীর্জা গুলো সাজানো হয়েছে বর্নিল সাজে। প্রার্থণা শেষে চলছে ঘরে ঘরে উৎসব আনন্দ। পরিবার ও আন্তীয় স্বজনদের জন্য করা হয়েছে নানা ধরনের পিটা পুলি। মুজিবনগরের ভবের পাড়া, বল্লভপুর,গাংনীর চৌগাছা,নিত্যান্দনপুর, পাকুড়িয়া ও জুগিন্দা গ্রামের খ্রিষ্টান স¤প্রদয়ের মাঝে বইছে সাজসাজ রব। বড় দিন উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারও ভবেরপাড়া ও  নিত্যানন্দপুর গ্রামে বসেছে মেলা। বিভিন্ন স্থান থেকে দর্শর্নার্থীরা মেলা প্রঙ্গনে এসে ভিড় জমাচ্ছে। চৌগাছা চপমালা গীর্জার প্রধান অব্রাহাম জানান,ধর্মীভাব গাম্ভীর্য্যর মধ্যে শুভ বড় দিন উপযাপন করা হচ্ছে।  রড় দিন উপলক্ষে গীর্জ প্রাঙ্গনে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা।