বর্তমান পরিপ্রেক্ষিত

নানা আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরে ৪০তম জাতীয় সমবায় দিবস পালিত

By মেহেরপুর নিউজ

November 20, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ নভেম্বর: বর্ণাঢ্য র‌্যালি, সমাবেশ, পুরস্কার বিতরন ও সমবায় মেলা উদ্বোধনের মধ্য দিয়ে মেহেরপুরে শনিবার ৪০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা সমবায় দপ্তরের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত সমবায় দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ ও জেলা আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদীন। মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যানের মফিজুর রহমান মুক্তমঞ্চে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মেহেরপুর সমবায় ব্যাংক লিমিটেডের সভাপতি নূরুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বেগম সাহান আরা বানু, ভারপ্রাপ্ত পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ মোঃ আসকার আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা সমবায় অফিসার এ এসএম মারুফ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা বি আর ডি বি কর্মকর্তা আনিছুর রহমান, উপজেলা পরিদর্শক মাহাবুবুল হক মন্টু, সমবায়ি আব্দুস সালাম, মিজানুর রহমান। পরে  সমবায়ি কাজে বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ সমবায় সমিতি ও সমবায়িদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। এর আগে সেখানে জাতীয় সংগীতের সুরে সুরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে প্রধান অতিথি ফিতা কেটে সপ্তাহ ব্যাপি সমবায় মেলার উদ্বোধন করেন। এদিকে ৪০তম সমবায় দিবস উপলক্ষে এদিন সকালে শহরে একটি বর্ণাঢ্য একটি র‌্যালি বের করা হয়। মেহেরপুর-১ আসনের সংসদ ও জেলা আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদীনের নেতৃত্বে র‌্যালিটি জেলা প্রশাসন চত্বর থেকে শুরু করে বাদ্যের তালে তালে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যানে এসে শেষ হয়। র‌্যালিতে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক বেগম সাহান আরা বানু, ভারপ্রাপ্ত পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ মোঃ আসকার আলী, ভারপ্রাপ্ত জেলা সমবায় অফিসার এ এসএম মারুফ, সদর উপজেলা সমবায় অফিসার মোখলেছুর রহমানসহ বিভিন্ন সমবায় সংগঠনের নেতৃবৃন্দ র‌্যালিতে উপস্থিত ছিলেন।