বর্তমান পরিপ্রেক্ষিত

নানা কর্মসূচির মধ্যদিয়ে মেহেরপুর জাতীয় শোক দিবস পালিত

By মেহেরপুর নিউজ

August 15, 2018

মেহেরপুর নিউজ, ১৫ আগষ্ট : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণ, র‌্যালী, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে শোক দিবস পালন করেছে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালত ও জেলা আইনজীবি সমিতি। বুধবার সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা ও দায়রা জজ মোহাম্মদ গাজী রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ নুরুল ইসলাম, নারী শিশু দায়রা জজ রফিজুর ইসলাম, পিপি পল্লব ভট্টাচার্য্যম জিপি শাজাহান আলী, অতিরিক্ত পিপি কাজী শহীদ, জেলা আইনজীবি সমিতির সভাপতি সফিকুল আলম, সাবেক পিপি খন্দকার একরামুল হক হীরা, প্রশাসনিক কর্মকর্তা আঃ রশিদ প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র সহকারী জজ আবু শাহিন কনক। এর আগে জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা জজশীপের উদ্যোগের শোক র‌্যালী বের করা হয়। জেলা ও দায়রা জজ মোঃ গাজী রহমানের নেতৃত্বে র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। পওে জেলা জজশীপ প্রাঙ্গনে বিশেষভাবে নির্মিত জাতীর জনকের প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণ করা হয়।