মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ ডিসেম্বর: শুক্রবার মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচীর মধ্য দিয়ে মেহেরপুরে মহান বিজয় দিবস/১১ পালন করা হয়েছে। এদিন ভোরে মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যানে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিনের শুভ সূচনা ঘোষনা করা হয় এবং সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, বেসরকারি, শ্বায়ত্ব শাসিত ভবনে জাতীয় পতাকা উত্তোলন এবং শহরের প্রধান প্রধান সড়ক ও সড়কদ্বীপ সমূহ জাতীয় ও রঙিন পতাকা দিয়ে সাজানো হয়। ভোর সাড়ে ৬ টায় মেহেরপুর শহীদ স্মৃতি সৌধে পুষ্পমাল্য অর্পন করা হয়। জেলা প্রশাসক
বেগম সাহান আরা বানু সরকারের পক্ষে পুষ্পমাল্য অর্পন করেন। মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন জেলা আওয়ামীলীগের পক্ষে, পুলিশ সুপার সরদার রাকিবুল ইসলাম জেলা পুলিশের পক্ষে, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম মুক্তিযোদ্ধাদের পক্ষে স্মৃতি সৌধে পুষ্পমাল্য অর্পন করেন। এছাড়াও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাড. মিয়াজান আলী, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আফতাব আলী, সিভিল সার্জন ডা. আবদুস শহীদ, মেহেরপুর সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহসান আলী, মেহেরপুর পৌর কলেজের অধ্যক্ষ একরামূল আজিম, জেলা বিএম’র সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ মোঃ গোলাম রসুলসহ আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতা-কর্ম এবং বিভিন্ন সরকারি ও বে-সরকারি সংগঠনের পক্ষ থেকে শহীদ স্মৃতি সৌধে পুষ্প মাল্য অর্পন করা হয়।
এ দিন সকাল সাড়ে ৮ টায় মেহেরপুর স্টেডিয়ামে জেলা প্রশাসক বেগম সাহান আরা বানু আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন ও শান্তির প্রতিক হিসেবে ৪০ টি কবুতর উড়ান। পরে পুলিশ, বিএনসিসি, আনসার-ভিডিপি, রোভার, বয়েজ স্কাউট, গার্লস গাইড, কাব সদস্য এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও শিশু-কিশোরদের সমাবেশ, কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন করেন। জেলা প্রশাসক প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে সেখানে মনোজ্ঞ কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন বিজয়ীদের হাতে
পুরস্কার তুলে দেন। জেলা প্রশাসক বেগম সাহান আরা বানুর সভাপতিত্বে পুরস্কার বিতরন অনুষ্ঠানে পুলিশ সুপার সরদার রাকিবুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক হোসেন আলী খন্দকার, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ মোঃ আসকার আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান ছোট এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন ও ছাত্র-ছাত্রীসহ সর্ব স্তরের মানুষ উপস্থিত ছিলেন। এ দিন বেলা সাড়ে ১১ টায জেলা শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। জেলা প্রশাসক বেগম সাহান আরা বানু’র সভাপতিত্বে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়নাল আবেদীন এম পি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সরদার রাকিবুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক হোসেন আলী খন্দকার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম, ডেপুটি কমান্ডার মতিয়ার রহমান, মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোমিন, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ মোঃ আসকার আলী। এসময় সেখানে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিন জেলা ক্রীড়া সংস্থায় ব্যবস্থাপনায় বেলা ১২ টায় মেহেরপুর স্টেডিয়ামে পুরুষদের ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বেলা সাড়ে ৩ টায় মেহেরপুর সরকারি মহিলা কলেজ মাঠে মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে মেহেরপুর স্টেডিয়ামে জেলা ই-সেবা তথ্য কেন্দ্রের উদ্যোক্তাকারী ও জেলা প্রাথমিক শিক্ষক সমিতির মধ্যে সৌখিন ফুটবল প্রতিযোগিত্ অনুষ্ঠিত হয়। এছাড়াও এদিন বাদ জুম্মা জেলার সকল মসজিদে এবং দিনের সুবিধামত সময়ে জেলার সকল মন্দির ও গীর্জায় জাতীর সুখ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়। এছাড়াও দিনের কর্মসূচীর মধ্যে সন্ধ্যা ৭ টায় মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং রাতে সরকারি ও বে-সরকারি ভবন সমূহে আলোকসজ্জা ও মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আতস বাজির আয়োজন করা হয়। এছাড়া এদিন জেলখানা ও এতিম খানা ও হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।