তথ্য প্রযুক্তি

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে গনমাধ্যমের ভূমিকা শীর্ষক মেহেরপুরে প্রশিক্ষন কর্মশালা

By মেহেরপুর নিউজ

January 10, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ জানুয়ারী: মেহেরপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে ইউএনএফপিএ’র সহযোগিতায় নারীর প্রতি সহিংসতা  প্রতিরোধে গন মাধ্যমের ভূমিকা যৌতুক ও বাল্য বিয়ে প্রতিরোধ, নারী নীতি ও পারিবারিক সহিংসতা প্রতিরোধ আইন বিষয়ে অবহিত করন শীর্ষক স্থানীয় সাংবাদিকদের দিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার আয়োজন করা হয়। জেলা প্রশাসক বেগম সাহান আরা বানু  সোমবার মেহেরপুর সার্কিট হাউজ মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন। জেলা তথ্য অফিসার মোল্লা আহমেদ কুতুবুদ-দ্বীনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক হোসেন আলী খন্দকার, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোমিন, সিনিয়র সহকারি কমিশনার সিদ্ধার্থ শংকর কুন্ডু। বক্তব্য রাখেন সাংবাদিক রফিক-উল আলম, তুহিন আরন্য, আতিকুর রহমান টিটু, ওয়াজেদুল হক জেদু প্রমুখ।