বর্তমান পরিপ্রেক্ষিত

নারী সংগঠিত ঘটনায় প্রতিপক্ষের হামলা ১ জন আহত

By মেহেরপুর নিউজ

July 24, 2023

মেহেরপুর নিউজ:

নারী সংগঠিত ঘটনাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতা জের ধরে সিরাজুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তির উপরে হামলা চালানো হয়েছে। আহত সিরাজুল ইসলামকে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার সন্ধ্যার দিকে মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত সিরাজুল ইসলাম শিবপুর গ্রামের আরোজ উল্লাহ ছেলে। জানা গেছে প্রায় তিন মাস পূর্বে একটি নারী ঘটনাকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যায় সিরাজুল ইসলামের সাথে একই গ্রামের মো: ফকিরের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ফকির সহ তার লোকজন সিরাজুল এর উপর হামলা চালায়। এতে তিনি আহত হন। এ ঘটনা মেহেরপুর সদর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।