বর্তমান পরিপ্রেক্ষিত

নাশিন মরিয়মের কৃতিত্ব

By মেহেরপুর নিউজ

July 20, 2018

মেহেরপুর নিউজ, ২০ জুলাই: মেহেরপুর সরকারি মহিলা কলেজের ছাত্রী নাশিন মরিয়ম মেহেরপুর জেলায় একমাত্র ছাত্রী হিসাবে মানবিক বিভাগ থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সাথে পাশ করেছে। মেহেরপুর সরকারি কলেজের প্রভাষক খালেকুজ্জামান ও মেহেরপুর বিএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুমনা আফরোজ এর একমাত্র মেয়ে নাশিন মরিয়ম প্রতিদিন গড়ে ৭-৮ ঘন্টা করে পড়া লেখা করতো। সে জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে পাশ করেছিল। অবশরে গল্পের বই ও টিভি দেখে সময় কাটানো অভ্যাস তার। ভাল ফলাফল করার পিছনে সবচেয়ে বেশি অবদান তার পিতা-মাতা, ফুফু এবং সরকারি মহিলা কলেজের শিক্ষক বৃন্দ বলে সে জানায়। ভবিষ্যতে নাশিন মরিয়ম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হওয়ার আশা ব্যাক্ত করে বলেন। মনোযোগ সহকারে পড়া-লেখা করলে অল্প পড়াতেই ভাল ফলাফল করা সম্ভব। নাশিন মরিয়ম সকলের কাছে দোওয়া কামনা করেছেন।