বিশেষ প্রতিবেদন

নিঃস্ব হয়ে খালি হাতে বাড়ি ফিরেছে মেহেরপুর শহরের বেড়পাড়ার আব্দুল আওয়াল

By মেহেরপুর নিউজ

March 04, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ মার্চ:

সোনার হরিণ ধরতে জমিজমা বিক্রি করে সুদুর লিবিয়া পাড়ি জমানোর আড়াই বছরের মাথায় লিবিয়ার প্রেসিডেন্ট কর্ণেল গাদ্দাফির খাম-খেয়ালিপনার কারনে সে দেশের অরাজকতায় নিঃস্ব হয়ে খালি হাতে বাড়ি ফিরেছে মেহেরপুর শহরের বেড়পাড়ার আব্দুল আওয়াল।

প্রায় আড়াই বছর পূর্বে মেহেরপুর বেড়পাড়ার আব্দুল খালেকের ছেলে আব্দুল আওয়াল বাড়ির জমি বিক্রি করে লিবিয়ায় পাড়ি জমায়। প্রথমে সে লিবিয়ার রাজধানী ত্রিপলী ও পরে রাজধানী থেকে প্রায় ২শ’ কিলোমিটার দূরে জুয়ারা নামক স্থানে কাজে যোগ করেন। আওয়াল জানায়, জুয়ারায় যখন নিজেকে খাপ খাইয়ে নিয়েছি সেই মুহুর্তে ঘটল বিপত্তি। মিশরের পর লিবিয়ার প্রথম রাজধানী বেনগাজী ও তুনিজ এ গাদ্দাফী বিরোধী আন্দোলন শুরু হয়। এর পরে ছড়িয়ে পড়ে বর্তমান রাজধঅণী ত্রিপলীসহ লিবিয়ার সব শহরে। সে জানায় আন্দোলন শুর“ হওয়ার প্রথম দিকে থাদের কোন আসুবিধা না হলেও ২৫ ফেব্রুয়ারির পরে শুরু হয় বিদেশীদের উপর নির্যাতন। গাদ্দাফি বিরোধীরা যে মেন পারছে বিদেশী নাগরিকদের কাছ থেকে নগদ টাকাসহ যার কাছে যা কিছু আসে তা সব লুট করে নিয়ে যাচ্ছে। লিবিয়ার সাধারন মানুষের পাশাপাশি সেনা বাহিণী ও সেখানকার পলিশের সদস্যরাও সমানে লুটতরাজ চালাচ্ছে। আওয়াল জানায় ২৭ ফেব্রয়ারী তার কোম্পিানী কাতারিয়া রামকোর লোকজন আওয়াল সহ ওই কোম্পানির ৪৭ জন বাংলাদেশী ২০ জন ভারতীয় এবং ১৬ জন নেপালীকে একটি ময়লা ফেলা গাড়িতে এক কাপড়ে তুলে দেয়। এর কিছুক্ষন পূর্বে লুট তরাজ কারীরা ২ বাংলাদেশীকে চুরিকাহত করে খুন করে। ২৮ ফেব্রয়ারি তাদের বহন করা গাড়িটি তুরিজ বর্ডারে পৌছৈ। তাদের অফিস থেকে তুরিজ পর্যন্ত প্রতিটি মুহুর্ত কাটে আতংক আর উৎ কণ্ঠানি মধ্যে দিয়ে। তুরিজ বর্ডান এলাকায় হাজার হাজার  মানুষের ভীড়ে পদ দলিত হয়ে কমপক্ষে ৫ বাংলাদেশীর মৃত্যু হয়েছে বলে সে জানায়। সাথে সাথে আব্দুল আওয়াল নিজেও আহত হয়েছে। তুরিজ থেকে গাদ্দাফী বিরোধূ সেনা বাহিনীর সহযোগিতায় বিমাল যোগে তুরিজ থেকে মিশর, দুবাই হয়ে গত বুধবার বিকেলে সে দেশে ফিরে এবং বৃহস্পতিবার ভোরে নিজ বাড়ি পৌঁছায়।