এক ঝলক

নিখোঁজ সাংবাদিক কাজল বেনাপোল থেকে উদ্ধার

By Enayet Akram

May 03, 2020

ডেস্ক রিপোর্ট, ০৩ মে:

অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রাজধানীর হাতিরপুল এলাকা থেকে নিখোঁজ হওয়া ফটোসাংবাদিক ও পক্ষকাল’র সম্পাদক মেহেরপুর জেলার কৃতি সন্তান শফিকুল ইসলাম কাজল বেনাপোল থেকে উদ্ধার হয়েছে। তার স্ত্রী ও ছেলে মনোরম পলক বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়াও বোনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার এসআই ওবায়দুর রহমানও কাজলের উদ্ধারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

কাজলের সন্ধান পাওয়ার বিষয়ে তার স্ত্রী জুলিয়া ফেরদৌসি নয়ন বলেন, ‘ফোনে কাজলের সঙ্গে কথা হয়েছে। বেনাপোল থেকে তাকে উদ্ধার করা হয়েছে। এই খবর পেয়ে রাতেই স্বজনরা তাকে নিতে বেনাপোলের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন।’

বেনাপোল থানার দায়িত্বরত পুলিশ সদস্য ওবায়দুর রহমান বলেন, ‘শনিবার রাতে বিজিবি এক ব্যক্তিকে তাদের কাছে দিয়ে যান। পরে তারা জানতে পারেন এই ব্যক্তিই নিখোঁজ ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজল।’

উল্লেখ্য,সাংবাদিক শফিকুল ইসলাম কাজল ১০ মার্চ সন্ধ্যায় ‘পক্ষকাল’-এর অফিস থেকে বের হন। এরপর থেকে তার কোনও সন্ধান না পেয়ে পরদিন ১১ মার্চ চকবাজার থানায় সাধারণ ডায়েরি করেন তার স্ত্রী জুলিয়া ফেরদৌসি নয়ন। ১৩ মার্চ জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে শফিকুল ইসলাম কাজলকে সুস্থ অবস্থায় ফেরত দেওয়ার দাবি জানায় পরিবার। ১৮ মার্চ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির মাধ্যমে সাংবাদিক কাজলের সন্ধান চাওয়া হয়। পরে ১৮ মার্চ রাতে কাজলকে অপহরণ করা হয়েছে অভিযোগ এনে চকবাজার থানায় মামলা করেন তার ছেলে মনোরম পলক। সাংবাদিক কাজল নিখোঁজ হওয়ার পর তার সন্ধানের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে কয়েকদফা কর্মসূচি পালন করেছেন সাংবাদিক সহকর্মী ও পরিবারের সদস্যরা।