টপ নিউজ

নিজের উপলব্ধি থেকেই অনলাইনে ক্লাস নিয়ে যাচ্ছি–ড. আলিবুদ্দিন

By মেহেরপুর নিউজ

August 09, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর ছহিউদ্দিন ডিগ্রী কলেজের প্রভাষক ড. আলিবুদ্দিন বলেছেন নিজের উপলব্ধি থেকেই অনলাইনের মাধ্যমে ক্লাস নিয়ে যাচ্ছি।

ড.আলীবুদ্দিন বলেন বর্তমান করোনা পরিস্থিতির কারণে সারাবিশ্বের ন্যায় বাংলাদেশ এর ভয়াবহতা বেড়ে চলেছে। সংগত কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে, শিক্ষার্থীরা যাতে বইয়ের প্রতি বিমুখ না হয় সে কারণে নিজের আত্ম উপলব্ধি থেকেই শিক্ষার্থীদের বইমুখী করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

সোমবার বিকেলের দিকে ড.আলিবুদ্দিন তার বাসভবনে মেহেরপুর নিউজ এর সাথে আলাপকালে একথা বলেন। ড. আলিবুদ্দিন বলেন করোনাকালীন এই সময়ে শিক্ষার্থীরা যেন অলস বসে না থাকে, তার জন্যই মূলত আমি কাজ করে চলেছি। তিনি আরো বলেন শহরের শিক্ষার্থীরা শিক্ষকদের সাথে নিয়মিত যোগাযোগ রেখে চলেছে, কিন্তু প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বসবাসকারী শিক্ষার্থীরা সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। তারা যাতে শিক্ষার ক্ষেত্রে বঞ্চিত না হয় তার জন্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। এতে করে তারা যদি নুন্যতম উপকৃত হন তাহলে আমি আমার কষ্টকে সার্থক বলে মনে করব।