শিক্ষা ও সংস্কৃতি

নির্ধারিত স্থানে মিটিং করতে না দেয়ায় লিচু বাগানে শিক্ষক সমিতির সভা

By মেহেরপুর নিউজ

September 05, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ সেপ্টেম্বর: নির্ধারিত স্থানে মিটিং করতে না দেয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতি মেহেরপুর জেলা শাখার উদ্যোগে শুক্রবার সকালে মেহেরপুর ওয়াপদা সড়কের একটি লিচু বাগানে মেহেরপুর জেলার প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়নের কৌশল নির্ধারনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। শিক্ষক সমিতির সভাপতি আব্দুল হান্নানের সভপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মুনতাজ আলী, মুজিবনগর উপজেলা সভাপতি আফতাব উদ্দিন, গাংনী উপজেলা সভাপতি শাহাবদ্দিন, সদর উপজেলা সম্পাদক শফিকুল ইসলাম মিন্টু, কেন্দ্রীয় কমিটির সহ অর্থসম্পাদক মতিয়ার রহমান প্রমুখ। লিচু বাগানে আলোচনা সভা কেন? এ প্রশ্নের জবাবে বক্তারা বলেন, তারা পৌর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে পূর্ব নিধারিত সভা করতে গেলে সদর উপজেলা সভাপতি আলমগীরের নেতৃতত্বে একদল বহিরাহত মাস্তান পৌর প্রাথমিক বিদ্যালয় থেকে তাদের বের করে দেয়া হয়। যে কারনে তারা বাগানে আলোচনা সভা সম্পন্ন করে।