রাজনীতি

নিহতদের স্মরণে জেলা যুবলীগের শোকবহিতে স্বাক্ষর

By মেহেরপুর নিউজ

March 19, 2016

মেহেরপুর নিউজ,১৯ মার্চ: মেহেরপুর-মুজিবনগর সড়কের চকশ্যামনগর গ্রামে সড়ক দূর্ঘটনায় নিহত যুবলীগ নেতাদের স্মরণে শোকবহিতে স্বাক্ষর কর্মসূচী পালন করেছে জেলা যুবলীগ। শনিবার জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন ও যুগ্ম আহবায়ক মহিদুল ইমলাম পেরেশান শোকবহিতে স্বাক্ষরকরে এ কমূসূচীর উদ্বোধন করেন। এ সময় সকলকে ওই শোকবহিতে স্বাক্ষর করার আহবাণ জানান। সৈনিকলীগ নেতা আতিক স্বপন, যুবলীগ নেতা ডালিম হোসেন, উজ্জল, রাসেল আজিম সেখানে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকালে বঙ্গবন্ধুর ৯৭তম জন্মদিবস পালন শেষে বাড়ি ফেরার পথে  মেহেরপুরের মুজিবনগর সড়কের চকশ্যমনগর গ্রামে সড়ক দূর্ঘটনায় ছয় যুবলীগ কর্মী নিহত হয়। এতে আহত অপর ৫ যুবলীগ কর্মী।