শিক্ষা ও সংস্কৃতি

নিয়োগ না পেলে আত্মহত্যার হুমকি নিয়োগ প্রার্থীর !

By মেহেরপুর নিউজ

March 13, 2015

মেহেরপুর নিউজ,১৩ মার্চ:

মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের নিম্মমান সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পরিক্ষায় প্রথম হয়েও নিয়োগ পাচ্ছেন বলে অভিযোগ করেছেন নিয়োগপ্রার্থী তানজিল হোসেন। তানজিল হোসেন চাঁদপুর গ্রামের এনামুল হকের ছেলে। তানজিল হোসেন জানান,গত ৩০.১১.১৪ ইং তারিখে দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি মোতাবেক প্রধান শিক্ষক বরাবর আবেদন করেন তানজিল হোসেন। গত ২০.০১.১৫ ইং তারিখে লিখিত ও মৌখিক পরিক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়ায় মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করে।সে মোতাবেক তানজিল হোসেন কে নিয়োগ দানের জন্য সুপারিশ করে স্বাক্ষর করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দীন,ম্যানিজিং কমিটির সভাপতি খলিলুর রহমান,ডিজি প্রতিনিধি। কিন্তু প্রধান শিক্ষক জালাল উদ্দীন নিম্মমান সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে প্রথম হওয়া তানজিল হোসেন নিয়োগ দিতে গড়িমসি করছে। তানজিল জানান,ঘটনা টি উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন কে অবগত করা হলে তিনি প্রধান শিক্ষক কে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করে। এ নির্দেশ পেয়ে গতকাল ১০ মার্চ ম্যানিজিং কমিটির বৈঠক ডাকে প্রধান শিক্ষক জালাল উদ্দীন। বৈঠকে সভাপতি সহ অন্যন্য সদস্যরা উপস্থিত হলেও অজ্ঞাত কারনে প্রধান শিক্ষক সভায় উপস্থিত হননি। একারনে ভেস্তে গেছে বৈঠক। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি খলিলুর রহমান জানান, তানজিল হোসেন পরিক্ষায় প্রথম হয়েছে একারনে তাকে নিয়োগ করার জন্য সুপারিশ করা হয়েছে। এদিকে তানজিল হোসেন নিয়োগ পেতে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছে। তানজিল হোসেন কে তাকে নিয়োগ না দেয়া হলে আমরন অনশন সহ আত্মহত্যার হুমুকি দেন। মেহেরপুর জেলা প্রশাসক মাহামুদ হোসেন বলেন, তানজিলের নিযোগে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে । তবে অভিুক্ত প্রধান শিক্ষক জালাল উদ্দীনের মোবাইল ফোন বন্ধ থাকায়তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।