নির্বাচন

নৌকার বিপক্ষে স্লোগান দিতে পারব না, দলীয় প্রার্থীর পক্ষে কাজ করতে হবে — শহিদুল ইসলাম পেরেশান

By মেহেরপুর নিউজ

February 26, 2019

মেহেরপুর নিউজ, ২৬ ফেব্রুয়ারি: রাজনীতির শুরু থেকে ছাত্রলীগ, পরে যুবলীগের নেতৃত্ব দিয়েছি। সবসময় জয় বাংলার স্লোগান দিয়েছি। নিজের ভালো চিন্তা করে দলীয় সিদ্ধান্তের বাইরে অবস্থান নিয়ে নৌকার বিপক্ষে বা জয়বাংলার বিপক্ষে স্লোগান দিতে পারব না। তাই আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করছি না। মঙ্গলবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে মেহেরপুর নিউজকে দেওয়া এক প্রতিক্রিয়ায় এ কথা গুলো জানিয়ে নির্বাচন থেকে সড়ে দারালেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান। তিনি বলেন, সবসময় জননেত্রীর সিদ্ধান্ত মেনে দলয়ি প্রার্থীর পক্ষে বিভিন্ন নির্বাচনে কাজ করেছি। বঙ্গবন্ধুর চেতনায় তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করেছি। আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পাওয়ার জন্য দলীয় মনোনয়ন বোর্ডে আবেদন করেছিলাম। দল যাকে ভাল মনে করেছে তাকে মনোনয়ন দিয়েছেন। আমরা দলীয় মনোনয়নকে স্বাগত জানিয়ে নৌকার পক্ষে থাকবো। তিনি আরো বলেন, এবার মনোনয়ন প্রতিযোগীতায় হেরে গেছি বলে থেমে যাব না। ভবিষ্যতেও দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাজনীতি করার ইচ্ছা পোষন করছি। দলের সকল নেতা কর্মীকে মেহেরপুর নিউজের মাধ্যমে নৌকার পক্ষে কাজ করার আজবান জানাচ্ছি।