বর্তমান পরিপ্রেক্ষিত

ন্যাশনাল জি কে অলিম্পিয়াডে দেশসেরা আমঝুপির ইফরা

By Meherpur News

August 14, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ইফরাত হোসেন ইফরা ঢাকার উত্তর একাডেমি সায়েন্স ক্লাব আয়োজিত তৃতীয় ন্যাশনাল জি কে জাতীয় অলিম্পিয়াডে সারাদেশে প্রথম স্থান অর্জন করেছে।

দেশব্যাপী অনুষ্ঠিত এই প্রতিযোগিতার বাছাই পর্ব শেষে জাতীয় পর্যায়ে ১ হাজার প্রতিযোগী অংশ নেন। অনলাইনে অনুষ্ঠিত জুনিয়র গ্রুপের প্রতিযোগিতায় ইফরা সবার শীর্ষে উঠে আসে।

ইফরাত হোসেন ইফরা সদর উপজেলার আমঝুপির হালদারপাড়া গ্রামের সারাফত হোসেন ও শাহনাজ পারভীনের মেয়ে।