অতিথী কলাম

ন্যায় বিচার প্রতিষ্ঠার বছর ২০১৯

By মেহেরপুর নিউজ

January 02, 2020

মোঃ তাজুল ইসলাম, বিচারক, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস:

২৩ অক্টোবর ২০১৯ লাইসেন্স ও ফিটনেস নবায়ন করা না হলে যানবাহনে তেল-গ্যাস না দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি নবায়নের জন্য আরও দু’মাস সময় দিয়েছেন আদালত।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতের বেঁধে দেওয়া দুই মাস সময়ের মধ্যে ঢাকাসহ সারাদেশে লাইসেন্স ও ফিটনেস নবায়ন ছাড়া প্রায় ৫ লাখ গাড়ির মধ্যে ৮৯ হাজার ২৬৯ গাড়ি ফিটনেস নবায়ন করেছে বলে আদালতে প্রতিবেদন জমা দেয় বাংলাদেশ রোড টান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। এ পরিপ্রেক্ষিতে অবশিষ্ট যানবাহনকে লাইসেন্স ও ফিটনেস নবায়নের জন্য আরও দুই মাস সময় বেঁধে দেন আদালত।

এর আগে গত ২৪ জুন ঢাকাসহ সারাদেশে লাইসেন্স নিয়ে ফিটনেস নবায়ন না করা গাড়ি ও লাইসেন্স নবায়ন না করা চালকের বিস্তারিত তথ্য জানতে চেয়েছিলেন হাইকোর্ট। একইসঙ্গে সারাদেশে লাইসেন্সধারী ফিটনেসহীন ৪ লাখ ৫৮ হাজার ৩৬৯ গাড়ি এবং লাইসেন্স নিয়ে নবায়ন না করা চালকের বিরুদ্ধে বিআরটিএ কী ব্যবস্থা নিয়েছে তা জানাতে নির্দেশ দিয়েছিলেন আদালত।

বিআরটিএ’র দাখিল করা প্রতিবেদনে বলা হয়, সারাদেশে লাইসেন্সধারী ফিটনেসবিহীন গাড়ি চালানোর দায়ে এ বছর ৬ কোটি ৭২ লাখ ২৩ হাজার ৩৯২ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া ৩৯ হাজার ৮৩৭টি মামলা হয়েছে। একই সময়ে ফিটনেসবিহীন ২১৪টি গাড়ি ডাম্পিং করা হয়েছে। কারাদণ্ড দেওয়া হয়েছে ৭২৮ চালককে। প্রতিবেদনে আরও বলা হয়, সারাদেশে লাইসেন্স নিয়ে ফিটনেস নবায়ন না করা গাড়ির সংখ্যা ৪ লাখ ৭৯ হাজার ৩২০টি।

আদালত প্রতিবেদনটি আমলে নিয়ে গত ২৩ জুলাই নবায়ন না করা গাড়িগুলোর দু’মাসের মধ্যে ফিটনেস নবায়ন করার নির্দেশ দেন। গত ১ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে সব যানবাহনের লাইসেন্স ও ফিটনেস নবায়ন শেষ না হওয়ায় নতুন করে আরও দুই মাস সময় দিয়েছেন হাইকোর্ট। ১২ মে, ২০১৯ – বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ রোববার রুলসহ এ আদেশ দেন। যতক্ষণ পর্যন্ত ওই ৫২ পণ্য বিএসটিআইয়ের পরীক্ষায় পুনরায় উত্তীর্ণ না হচ্ছে, ততক্ষণ এসব পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ গত ২৫ নভেম্বর, ২০১৯ – বিটিআরসির সাড়ে ১২ হাজার কোটি টাকার নিরীক্ষা দাবির নোটিশের ওপর দুই হাজার কোটি টাকা পরিশোধের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

তবে কয়েক দফা চেষ্টায় সেই টাকা আদায় করতে না পেরে লাইসেন্স বাতিলের হুমকি দিয়ে নোটিশ পাঠানো হয় দুই অপারেটরকে। এদিকে উক্ত টাকা পরিশোধ না করে গ্রামীন ফোনের মূল প্রতিষ্ঠান টেলিনর কোম্পানি বাংলাদেশের রাষ্ট্রপতিকে বে-আইনী ভাবে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে । রাজশাহীর শ্রমিক নেতা নূরুল ইসলা্ম এর মেয়ের দাখিলী এজাহার (FIR) রাজশাহী পুঠিয়া থানার অফিসার ইন চার্জ ওসি শাকিল উদ্দিন আহমেদ পরিবর্তন করার কারণে তার বিরুদ্ধে দন্ডবিধির ১৬৬ ও ১৬৭ ধারায় কেন শাস্তি ও মামলা করা হবে না এবং ওই একই রীট পিটিশনে মাননীয় বিচারপতি এনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের বেঞ্চ পুলিশের আইজিপিকে পুলিশ সদর দপ্তরে জমাকৃত অভিযোগ দ্রুত নিস্পত্তি করে অভিযুক্ত পুলিশকে শাস্তির আওতায় এনে পুলিশ প্রশাসনের ভাবমূর্তি বজায় রাখার নির্দেশনা প্রদান করে। গত ১০ অক্টোবর ২০১৯ তারিখে ঢাকার উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী সুরাইয়া আক্তার রিশাকে তিন বছর আগে ছুরি মেরে হত্যার দায়ে দরজি দোকানের কর্মচারী ওবায়দুল হকের ফাঁসির রায় দেয় আদালত। মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামি ওবায়দুল হককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় মামলার রায়ে।

এধরণের ঘটনা পুনরাবৃত্তি যাতে না ঘটে সেজন্য এই রায় একটি মাইলফলক হয়ে থাকবে। ২০১৮ সালের ২৯ জুলাই দুপুরে রাজধানীর কালশি ফ্লাইওভার থেকে নামার মুখে এমইএস বাসস্ট্যান্ডে ১৫/২০ জন শিক্ষার্থী দাঁড়িয়ে ছিলেন। তখন জাবালে নূর পরিবহনের একটি বাস ফ্লাইওভার থেকে নেমে সেখানে দাঁড়ায়। এসময় পেছন থেকে জাবালে নূরের আরেকটি বাস দ্রুতগতিতে ওভারটেক করে সামনে আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান রাজীব ও দিয়া। আরও বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। এই ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় নিহত দিয়ার বাবা জাহাঙ্গীর আলম হত্যা মামলা করেন। এরই ধারাবাহিকতায়, ওই মামলায় রবিবার ১ ডিসেম্বর ২০১৯ ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ তারিখে প্রতিযোগিতাকারী দুই বাসের চালক ও এক সহকারীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলো−জাবালে নূরের চালক মাসুম বিল্লাহ, আরেক গাড়ির চালক জোবায়ের সুমন ও হেলপার আসাদ কাজী। আসাদ পলাতক রয়েছে। এছাড়া আসামিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে। এই মামলার বাকি দুই আসামি হেলপার এনায়েত হোসেন এবং বাস মালিক জাহাঙ্গীর আলমকে খালাস দেওয়া হয়। পরিশেষে বলতে চাই ২০১৯ সালে বিচার বিভাগের জন্য সবচেয়ে বড় সফলতা হচ্ছে গত ৭ ডিসেম্বর ২০১৯ মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতি, আইনমন্ত্রীসহ আরও অনেক মন্ত্রী ও সরকারের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ উপস্থিতিতে বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত করা এবং মাননীয় প্রধানমন্ত্রী বিচারক তথা বিচার বিভাগের বিদ্যমান সমস্যা শুনে তা সমাধানের আশ্বাস আদায় করা।