জাতীয় ও আন্তর্জাতিক

নড়াইল চিত্রায় শেখ রাসেল সেতুতে সড়ক দূর্ঘটনায় আবারও মৃত্যু-ট্রাকসহ ভারি যানবাহন বন্ধের দাবি

By মেহেরপুর নিউজ

June 04, 2020

 

নড়াইলে প্রতিনিধি ঃ 

সাথী তালুকদারঃ নড়াইল শহরের চিত্রা নদীর শেখ রাসেল সেতুর পূর্বপ্রান্তে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় আলম নামে এক ইজি ভ্যানচালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ৪ জুন দুপুরে পর এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আলম যশোরের ঝুমঝুমপুর এলাকার বাসিন্দা। এ ঘটনায় পুলিশ ট্রাক জব্দ করতে পারলেও চালক হেলপার পালিয়ে গেছে।

স্থানিয়রা প্রত্যক্ষদর্শি ও পুলিশ সুত্রে জানায়, যশোর থেকে ইজিভ্যানে করে প্লেনসিট নিয়ে নড়াইলের লোহাগড়ায় যাওয়ার পথিমধ্যে নড়াইলে শেখ রাসেল সেতুর পূর্বপ্রান্তে পৌছে। এসময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা কোহিনুর ব্রিকস ইটবোঝাই ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে ইজিভ্যানকে চাঁপাদেয়।এতে ঘটনাস্থলেই ভ্যানচালক আলম নিহত হয় তার ইজিভ্যানটি দুমড়ে মুচড়ে যায়। স্থানিয় ও পথচারি পুলিশ- ফায়ার সার্ভিসে সংবাদ দিলে তাঁরা এসে নিহত ইজিভ্যান চালকেে উদ্ধার করে সদর হাপাতালে নিয়ে আসে। সংবাদ লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।

নড়াইল সদর থানার পুলিশ ইন্সপেক্টর শিমুল দাস জানান, এ দুর্ঘটনায় ট্রাকটিকে জব্দ করা হলেও চালক হেলপার পালিয়েছে। নিহতের কাছে পাওয়া মোবাইল ফোনের সুত্রধরে নিহতের নাম ঠিকানা জানাগেছে।

যশোহর এর ইজিভ্যান চালক আলমের সড়ক দূর্ঘটনায় অকাল মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, নিরাপদ সড়ক চাই এর সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক ও মানবাধিকার কর্মী- সাথী তালুকদার। তিনি নিহত আলমের পরিবারকে উপযুক্ত আর্থিক ক্ষতি পুরনের জন্য প্রশাসনের নিকট দাবি জানান।

অপরদিকে “সচেতন নাগরিক নাগরিক সমাজ, নিরাপদ সড়ক চাই’সহ বিভিন্ন সামাজিক সংগঠন শহরের উপরদিয়ে ট্রাকসহ ভারি যানবাহন বন্ধের দাবি জানিয়েছে।

নড়াইলে ই স্টাফ রিপোর্টারঃ

সাথী তালুকদারঃ নড়াইল শহরের চিত্রা নদীর শেখ রাসেল সেতুর পূর্বপ্রান্তে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় আলম নামে এক ইজি ভ্যানচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ৪ জুন দুপুরে পর এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আলম যশোরের ঝুমঝুমপুর এলাকার বাসিন্দা। এ ঘটনায় পুলিশ ট্রাক জব্দ করতে পারলেও চালক হেলপার পালিয়ে গেছে।

স্থানিয়রা প্রত্যক্ষদর্শি ও পুলিশ সুত্রে জানায়, যশোর থেকে ইজিভ্যানে করে প্লেনসিট নিয়ে নড়াইলের লোহাগড়ায় যাওয়ার পথিমধ্যে নড়াইলে শেখ রাসেল সেতুর পূর্বপ্রান্তে পৌছে। এসময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা কোহিনুর ব্রিকস ইটবোঝাই ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে ইজিভ্যানকে চাঁপাদেয়।এতে ঘটনাস্থলেই ভ্যানচালক আলম নিহত হয় তার ইজিভ্যানটি দুমড়ে মুচড়ে যায়। স্থানিয় ও পথচারি পুলিশ- ফায়ার সার্ভিসে সংবাদ দিলে তাঁরা এসে নিহত ইজিভ্যান চালকেে উদ্ধার করে সদর হাপাতালে নিয়ে আসে। সংবাদ লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।

নড়াইল সদর থানার পুলিশ ইন্সপেক্টর শিমুল দাস জানান, এ দুর্ঘটনায় ট্রাকটিকে জব্দ করা হলেও চালক হেলপার পালিয়েছে। নিহতের কাছে পাওয়া মোবাইল ফোনের সুত্রধরে নিহতের নাম ঠিকানা জানাগেছে।

যশোহর এর ইজিভ্যান চালক আলমের সড়ক দূর্ঘটনায় অকাল মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, নিরাপদ সড়ক চাই এর সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক ও মানবাধিকার কর্মী- সাথী তালুকদার। তিনি নিহত আলমের পরিবারকে উপযুক্ত আর্থিক ক্ষতি পুরনের জন্য প্রশাসনের নিকট দাবি জানান।

অপরদিকে “সচেতন নাগরিক নাগরিক সমাজ, নিরাপদ সড়ক চাই’সহ বিভিন্ন সামাজিক সংগঠন শহরের উপরদিয়ে ট্রাকসহ ভারি যানবাহন বন্ধের দাবি জানিয়েছে।