ইতিহাস ও ঐতিহ্য

পতাকা উত্তোলনের মাধ্যমে মুজিবনগর দিবস উদযাপন শুরু

By মেহেরপুর নিউজ

April 17, 2017

মেহেরপুর নিউজ,১৭ এপ্রিল: মেহেরপুরের মুজিবনগর আম্রকাননের স্মৃতি সৌধে পতাকা উত্তালনের মাধমে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন শুরু হয়েছে। সোমববার সকালে সূর্য উদয়ের সাথে সাথে জেলা প্রশাসক পরিমল সিংহ পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির সূচনা করেন। এসময় মেহেরপুর পুলিশ সুপার আনিছুর রহমান, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হেমায়েত উদ্দিনসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে মুজিবনগর দিবস উপলক্ষে নানা কমসূচী গ্রহণ করা হয়েছে। তার মধ্যে জাতীয় নেতৃবৃন্দরা মুজিবনগর স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন করবেন। পরে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, আনছার সদস্য হে তারুণ্য তুমি দাড়াও শীর্ষক উপস্থাপনা, পরে শেখ হাসিনা মঞ্চে জনসভা অনুষ্ঠিত হবে। মুজিবনগর উদযাপন কমিটির আহবায়ক ও স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথির বক্তব্য দিবেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবাইদুল কাদের। বিশেষ অতিথির বক্তব্য দিবেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা। জনসভাকে ঘিরে মেহেরপুরসহ আশেপাশের বিভিন্ন জেলা থেকে এমপি, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবন্দরা অনুষ্ঠানস্থল জমা হতে শুরু করেছেন।