বর্তমান পরিপ্রেক্ষিত

পবিত্র ঈদুল আযহা উদযাপন প্রস্তুতি সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

June 25, 2023

মেহেরপুর নিউজ:

পবিত্র ঈদুল আযহা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপন এবং আইন শৃংখলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে সভায় কুরবানির পশু চামড়া সংরক্ষণ, জালনোট প্রতিরোধ, আনলাইন পশু কেনাবেচার ব্যবস্থা, পশুবাহী ট্রাকের চাঁদাবাজিমুক্ত নির্বিঘ্ন চলাচল নিশ্চিতকরণ, সড়ক-মহাসড়কের পাশে পশুর হাট নিয়ন্ত্রণ, পশুরহাটে অস্থায়ী ভেটেরিনারি মেডিক্যাল ক্যাম্প স্থাপন, সীমান্ত দিয়ে পশুর অবৈধ অনুপ্রবেশ জিরো রাখা, শহরের পরিচ্ছন্নতা, ঈদগাহ ময়দান প্রস্তুতকরণ, প্রতিটি ওয়ার্ডে পৌরসভার উদ্যোগে কুরবানির জন্য জায়গা প্রস্তুত করে দেয়া, মোটর সাইকেলের বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণসহ আইন শৃংখলা বিষয়ে আলোচনা হয়।

সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিউজা-উল- জান্নাহ, অতি: পুলিশ সুপার কামরুল আহসান, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, গাংনি উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সিরাজুম মুনির প্রমুখ উপস্থিত ছিলেন।