এক ঝলক

পরিবারের ভোট ৯টি , ৫টি পেয়েছেন শুনে কাঁদলেন প্রার্থী !

By মেহেরপুর নিউজ

May 24, 2019

আন্তর্জাতিক ডেস্ক, ২৪ মে: ভারতের লোকসভা নির্বাচনে একজন স্বতন্ত্র প্রার্থী ভোট পেয়েছেন মাত্র ৫টি। অথচ তার পরিবারেই ভোটার রয়েছেন ৯টি। ভোট গণনা শেষে  বৃহস্পতিবার ফলাফল শুনে ওই প্রার্থী হতাশ হয়ে অঝোরে কেদেছেন। তিনি হলেন নিতু শাতেরান ওয়ালে। তিনি পাঞ্জাবের জলন্ধরের স্বতন্ত্র প্রার্থী হিসেবে লোকসভা নির্বাচনে অংশ নেন।

ওই প্রার্থীর অভিযোগ, তার পরিবারের সদস্যরাই নাকি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। কেননা তার পরিবারের ভোটার সংখ্যা ৯ জন। আর তিনি ভোট পেয়েছেন মাত্র ৫টি।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, পাঞ্জাবের জলন্ধরের স্বতন্ত্র প্রার্থী হিসেবে লোকসভা নির্বাচনে দাঁড়ান নিতু শাতেরান ওয়ালে। গতকাল ফলাফল শোনার পর কান্নায় ভেঙে পড়েন নিতু। এক সংবাদমাধ্যম নিতুর সাক্ষাৎকার নিতে গেলে কেঁদে ওঠেন এবং বলেন, ‘আমি মাত্র পাঁচ ভোট পাওয়ার জন্য কাঁদছি না, আমি কাঁদছি আমার পরিবারের লোকজন আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তাই।’ তবে বিকালে ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে দেখা যায়, ৫টি নয়, আরও অনেক বেশি ভোট পেয়েছেন নিতু। তার প্রাপ্ত মোট ভোটের সংখ্যা ৮৫৬টি।