বর্তমান পরিপ্রেক্ষিত

পরিবার পরিকল্পনায় বিশেষ অবদানে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হলেন খায়রুল ইসলাম

By Meherpur News

July 14, 2025

মেহেরপুর নিউজ:

পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলামকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সম্মাননা প্রদান করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) বিকেলে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।

জুন ২০২৫-এ জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বিশেষ অবদানের জন্যও তিনি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হিসেবে স্বীকৃতি পান। এবার পরিবার পরিকল্পনা কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য তাঁকে দ্বিতীয়বারের মতো সম্মাননা প্রদান করা হলো।

জেলা প্রশাসক সিফাত মেহনাজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইউএনও খায়রুল ইসলামের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. একেএম আবু সাঈদ, জেলা শিক্ষা অফিসার হযরত আলী, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক রাশেদুল বশির খানসহ আরও অনেকে।