বর্তমান পরিপ্রেক্ষিত

পরীক্ষার্থী না হয়ে শিক্ষার্থী হলেই ভালাে কিছু আশা করা যায় -কথা সাহিত্যক রফিকুর রশীদ

By মেহেরপুর নিউজ

May 06, 2022

 গাংনী প্রতিনিধি :

শিক্ষা জীবন মানে শেখার পালা। কিন্তু প্রকৃত শিক্ষা না নিয়েই যখন পরীক্ষা দেয়া হয়। তখন শিক্ষা গ্রহণের ক্ষেত্রে জাতি পড়ে দুর্ভাগায়। কারণ, একজন শিক্ষিত মানুষের কাছে জাতি অনেক প্রত্যাশা করে থাকে। তাই পরীক্ষার্থী না হয়ে শিক্ষার্থী হয়ে টেকসই শিক্ষা গ্রহণের কােন বিকল্প নেই।

শুক্রবার বিকেলে মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দীতে ভিন্ন আঙ্গিকের বিদ্যাপীঠ পথিকের পাঠশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদানকালে কথাগুলাে বলেন,বাংলা একাডেমী শিশু সাহিত্য পুরস্কারে ভূষিত ও গাংনী সরকারী ডিগ্রী কলেজের সাবেক সহকারি অধ্যাপক কথা সাহিত্যক রফিকুর রশীদ রিজভী। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,পাঠশালার পরিচালক রফিকুল ইসলাম পথিক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে হিসাবে বক্তব্য রাখেন বামন্দী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলাউদ্দীন,সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম। এসময় বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত উন্নয়ন অফিসার আব্দুল ওয়াদুদ,বাওট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ক্রীড়া ব্যক্তিত্ব মাহবুবুর রহমান, মটমুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বারী,সাবেক ছাত্রনেতা নুরুল ইসলাম রিন্টু চৌধুরী,সিনিয়র সাংবাদিক জুলফিকার আলী কানন,বামন্দী মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবুল বাসার,সাংবাদিক সাহাজুল সাজু প্রমুখ।