মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ এপ্রিল: পরীক্ষার সময় কাছে মোবাইল ফোন রাখার অপরাধে মেহেরপুর সরকারী মহিলা কলেজ কেন্দ্রে ১৪ জন পরীক্ষার্থীর খাতা ১ ঘন্টা আটকিয়ে রাখা হয়। মঙ্গলবার ইংরেজী ১ম পত্র পরীক্ষায় এ ঘটনা ঘটে। জানা গেছে, মেহেরপুর সরকারী মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীরা হলে প্রবেশের সময় হলের শিক্ষকরা মোবাইল ফোনের কথা বললেও তাদের কাছে মোবাইল ফোন নাই বলে পরীক্ষা দেয়া শুরু করে। পরে মেহেরপুর জেলা প্রসাসনের সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফরিদ হোসেন পরীক্ষার হল পরিদর্শনে যেয়ে সন্দেহ হলে পরীক্ষার্থীদের চ্যালেঞ্জ করে। এ সময় ১৪ জনের নিকট মোবাইল ফোন পাওয়া গেলে তাদের থাতা ১ ঘন্টা আটকিয়ে রাখা হয়ে ।এ ঘটনায় এক ছাত্রী মূর্ছা গেলে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।