শিক্ষা ও সংস্কৃতি

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

By মেহেরপুর নিউজ

February 06, 2015

মেহেরপুর নিউজ,০৬ ফেব্রয়ারিঃ মেহেরপুর জেলার ৮ টি এসএসসি,দাখিল ও ভকেশনাল পরীক্ষা কেন্দ্রের মধ্যে ৪ টি কেন্দ্র পরিদর্শন করেছেন মেহেরপুরের জেলা প্রশাসক মাহমুদ হোসেন ও পুলিশ সুপার হামিদুল আলম। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে জেলা প্রশাসক মাহমুদ হোসেন মেহেরপুর নিউজকে বলেন,শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার্থীদের উপস্থিতির হার প্রতিবছরের তুলনায় এবারও স্বাভাবিক। পরীক্ষার্থীরা সঠিক সময়ে কেন্দ্রে উপস্থিত হয়েছে। তিনি আরোও বলেন, পরীক্ষা নিরাপত্তা জনিত আশংকা থাকায় প্রতিটি কেন্দ্র থেকে পরীক্ষা শুরু হওয়ার ১ ঘন্টা আগে থেকে পরীক্ষা শেষ হওয়ার ১ ঘন্টা পর পর্যন্ত প্রতিটি কেন্দ্র থেকে ২’শ গজ দূরত্ব পর্যন্ত ১৪৪ ধারা জারী করেছে জেলা প্রশাসন। একই সাথে কেন্দ্রের নিকটবর্তী সকল কোচিং সেন্টার ও ফটোকপির দোকান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। জেলা প্রশাসক,পরীক্ষা সুষ্ঠভাবে পরিচালনার জন্য অভিভাবকসহ সকলের সহযোগীতা কামনা করেছেন। শুক্রবার পরীক্ষা শুরু হওয়ার পরপরই মেহেরপুর সরকারি বালক ও বালিক,আহমাদিয়া মাদ্রাসা এবং আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। জেলা প্রশাসক মাহমুদ হোসেন,মেহেরপুর সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রের প্রতিটি রুম অপরিস্কার দেখে কেন্দ্র সচিব ও স্কুলের প্রধান শিক্ষক শুভাস চন্দ্র ওঝাঁ’র ওপর চড়াও হয়। কেন্দ্র পরিদর্শন শেষে পুলিশ সুপার হামিদুল ইসলাম বলেন,কোন ধরনের বিশৃংখলা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। নাশকতা এড়াতে জেলার বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ টহল জোরদার রয়েছে। তিনি অবরোধের মধ্যে সুষ্ঠভাবে পরীক্ষা পরিচালনাতে সহযোগীতা করার জন্য মেহেরপুর জেলাবাসীকে ধন্যবাদ জানিয়েছেন। উল্লেখ্য,মেহেরপুর মাধ্যমিক শিক্ষা অফিসার জানিয়েছেন,এবছর ৬ হাজার ৭৫ জন পরীক্ষার্থী এসএসসি,দাখিল ও ভকেশনাল পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে এসএসসি ৫হাজার ৪৮ জন, দাখিল পরীক্ষায় ৫৭৪ জন ও ভোকেশনালে ৯৫৩ জন। জেলার ৮ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।