বর্তমান পরিপ্রেক্ষিত

পল্লীগানে শিশুর পুষ্টি ও বাল্যবিয়ে

By মেহেরপুর নিউজ

December 12, 2016

মেহেরপুর নিউজ, ১২ ডিসম্বর: মেহেরপুরের মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারের একটি হোটেলে সকালের নাস্তা করার সময় কানে ভেসে আসলো একটি দেশের গান। গানটির কথাটি ছিল-ও আমার দেশ সোনার বাংলাদেশ, দোয়েল কোয়েল ময়না শ্যামা রুপের নাইকো শেষ। গানটি শুনে প্রথমে মনে চলে গেল ছোটবেলায় পাশের পাড়ায় দেখা যাত্রাপালার প্রথম গানের কথা। নাস্তা শেষ করে বেরিয়ে পড়তেই দেখি ওই গানকে ঘিরে একদল মানুষ গোল হয়ে দাঁড়িয়ে গানটি উপভোগ করছেন। উৎসুক জনতার মত সেখানে গিয়ে দেখি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রানলয়ের প্রচারাধীন মাইক্রোবাস। মাইক্রোবাসের সাথে একটি ব্যানার ঝুলিয়ে সেখানে শিশুদের পুষ্টি বিষয়ক বিভিন্ন তথ্য নিয়ে চলছে পল্লী গানের আসর।  সোমবার সকালের ঘটনা এটি।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ের আওতায় ওয়েল কমিউনিকেশন নামের একটি সংগঠন দেশের বিভিন্ন স্থানে পল্লীগান ও নাটকের মাধ্যমে জনসাধারনের মাছে শিশুর পুষ্টি চাহিদা ও স্বাস্থ্য, বাল্যবিয়ে সম্পর্কিত বিভিন্ন বার্তা পৌছে দিচ্ছেন। অনুষ্ঠান চলছে বিভিন্ন তথ্য ভিত্তিক পরিবেশনা দিয়ে। কখনো গান, কখনো খন্ড নাটক। এক পযায়ে একজন বয়াতি তার সঙ্গীদের নিয়ে গেয়ে উঠলেন- অল্প বয়সে বিয়ে দেয়া মোটেও ভাল নয়, জীবনাটাকে গড়ে নিয়ে বিয়ে করতে হয়। অস্থি মজ্জা পাকলে পরে বিয়ের বয়স হয়, জীবনটাকে গড়ে নিয়ে বিয়ে করতে হয়। ওয়েল কমিউনিকেশনের এই দলটিতে রয়েছেন সদস্য ছিল ৭ জন। এদের মধ্যে দুজন ছিলেন পুরুষ ও দুজন মহিলা বয়াতি, একজন চিকিৎসক অভিনেতা, একজন ঢুলি ও একজন ছিলেন কির্বোড বাজানোর দায়িত্বে। দলনেতা মতিন বয়াতি বলেন, গত মাসের ২২ তারিখ থেকে তারা দেশের বিভিন্ন অঞ্চলে এই প্রচার অভিযান চালাচ্ছেন। আগামী ৩১ ডিসেম্বর তাদের এই কার্যক্রম শেষ হবে। জনসাধারনের মধ্যে শিশুর পুষ্টি, বাল্য বিয়ে সম্পর্কে সঠিত তথ্য বিনোদনের মাধ্যমে পৌছে দেওয়ায় এ কার্যক্রমের মুল উদ্দেশ্যে। স্খানয়ি শাকিল রেজা নামের এক ব্যাক্তি বলেন, বিনোদনের মাধ্যমে সরকার সাধারণ মানুষের মােেঝ বাল্যবিয়ে ও শিশুর পুষ্টি বিষয়ক তথ্য প্রদানের যে প্রকল্প হাতে নিয়ে তা অসাধারণ।