বর্তমান পরিপ্রেক্ষিত

পল্লী উন্নয়ন বোর্ডের উদ্যোগে আয়বর্ধনমূলক প্রশিক্ষণ শুরু

By মেহেরপুর নিউজ

June 05, 2022

মেহেরপুর নিউজ:

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উদ্যোগে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের ২য় পর্যায়ের ৩ দিনব্যাপী আয়বর্ধনমূলক প্রশিক্ষণ শুরু হয়েছে।

রবিবার সকালে ৩ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা ও উন্নয়ন) রাশিদুল ইসলাম জুমের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন।

অনুষ্ঠানের জুমের মাধ্যমে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক রাশেদুল আলম। মেহেরপুর সদর উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপ-পরিচালক মোঃ জাকিরুল ইসলাম, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা আসাদুজ্জামান রিপন, সদর থানার ওসি শাহ দারা খান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রকিবুল ইসলাম, সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ হাসান তারিক প্রমূখ। ৩ দিনের এই প্রশিক্ষণে বিভিন্ন এলাকায় ৩০ জন মহিলা অংশগ্রহণ করছে।