বর্তমান পরিপ্রেক্ষিত

পল্লী বিদ্যুতের একটি পোলের কারনে ৫দিন অন্ধকারে মেহেরপুরের ৩টি গ্রাম॥ ক্ষতিগ্রস্থ হচ্ছে মরসুমি ফসল॥ বিপাকে শিক্ষার্থীরা

By মেহেরপুর নিউজ

November 01, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩১ অক্টোবর :

পল্লী বিদ্যুতের মাত্র একটি পোলের (খুঁটি) কারনে মেহেরপুর ও গাংনী উপজেলার ৩ গ্রামের মানুষ গত ৫ দিন ধরে অন্ধকারে আছে। এতে সেচ কাজের যেমন অসুবিধা হচ্ছে; তেমনি পরীক্ষার্থীরাও পড়েছে বিপাকে। পল্লী বিদ্যুত বিভাগে আবেদন করেও কোন লাভ হয়নি বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।

এলাকাবাসীর অভিযোগ, ৫দিন আগে একটি দ্রুতগামী ট্রাক মেহেরপুর বারাদী গাংনী সড়কে সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের বর্শিবাড়িয়া গ্রামের পুরাতনপাড়ায় পল্লী বিদ্যুতের একটি পোলে আঘাত করায় পোলটি ভেঙে পড়ে। এতে বিদ্যুত বিচ্ছন্নের ঘটনা ঘটলে পাশাপাশি ৩ টি গ্রাম অন্ধকারে ডুবে যায়। পাশাপাশি ভরা মরসুমে সেচ কাছে বিঘ্ন ঘটাসহ আসন্ন সমাপনি, জেএসসি এবং এসএসসি পরীক্ষার্থীসহ বিভিন্ন পরীক্ষার পরীক্ষার্থীরা পড়েছে বিপাকে। গত ২৭ অক্টোবর বর্শিবাড়িয়া গ্রামের সফিকুল ইসলাম মাষ্টার পল্লী বিদ্যুত সমিতির কাছে অভিযোগ জানালেও গতকাল পর্যনৱ সমাধানের কোন পদক্ষেপ নেয়নি পল্লী বিদ্যুত সমিতির পক্ষ থেকে। এলাকাবাসীর অভিযোগ পল্লী বিদ্যুতের একটি মাত্র পোলের কারনে অন্ধকারে ডুবে রয়েছে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের বর্শিবাড়িয়া গ্রামসহ গাংলী উপজেলার ধানখোলা ইউনিয়নের দীঘলকান্দি ও গুচ্ছ গ্রাম। ওই ৩ টি গ্রামে আসন্ন সমাপনি পরীক্ষার শতাধিক, জেসএসসি পরীক্ষার অর্ধ শতাধিক ও এসএসসি পরীক্ষার প্রায় ২০ জনসহ বার্যিক পরীক্ষার আরও কয়েক শ’ পরীক্ষার্থী। বিদ্যুতের অভাবে তারা লেখা পড়া করতে পারছে না। একই ভাবে গ্রামের মাঠে একটি ডিপ ও ৩৫-৪০ টি স্যালো মেশিন বন্ধ হয়ে যাওয়ায় সেচ না পেয়ে মরসুমি ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। গ্রামের একটি রাইচ মিলও হয়ে গেছে বন্ধ। সর্বোপরি বিদ্যুতের অভাবে অন্ধকার আচ্ছাদিত গ্রামগুলোর মানুষ ভীতু সন্ত্রসৱ হয়ে পড়েছে।