বর্তমান পরিপ্রেক্ষিত

পাঠশালা থেকে রন্ধনশালায় কিশোরী মমতাজ ।। ১হাজার ১’শত টাকা মাসোহারা নেয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

By মেহেরপুর নিউজ

January 26, 2013

জুলফিকার আলী কানন,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ জানুয়ারী: মানুষের মতো মানুষ হবার অদম্য বাসনা নিয়ে পাঠশালায় গিয়েছিলো মমতাজ (১৩)। এবার অষ্টম শ্রেণীর সমাপনি পরীক্ষায় কৃতিত্বের সাথেও পাশ করেছে। উচ্চ শিক্ষা লাভ করে নিজেকে নিয়জিত করবে মানুষ গড়ার কারিগর হিসেবে। পরিবারের দুঃখ ঘোচাবে। কিন্তু মমতাজের সে আশা পুরুণ হলো না। তাকে পাঠশালা ছেড়ে প্রবেশ করতে হলো রন্ধনশালায়। গত বৃহষ্পতিবার সন্ধ্যায় মমতাজের ইচ্ছার বিরুদ্ধে তার পিতামাতা তাকে বিয়ে দিয়ে পাঠিয়েছে শশুর বাড়ি। কিশোরী মমতাজ মেহেরপুরের গাংনী উপজেলার খাসমহল পুর্বপাড়া গ্রামের কামরুলের ছোট মেয়ে ও তেতুঁলবাড়িয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর একজন মেধাবী ছাত্রী। জানা যায়, কামরুলের দু’মেয়ের মধ্যে মমতাজ বড়। ছোট বেলা থেকেই মমতাজ মেধাবী। ৫ম শ্রেণীর সমাপনি পরীক্ষাতে কৃতিত্বের সাথে পাশ করে ভর্তি হয় পার্শবর্তী তেতুঁলবাড়িয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ে। লেখাপড়ায় অত্যন্ত মনোযোগি হওয়ায় স্কুল শিক্ষকগন তার প্রতি নজর রাখতেন। তেতুঁলবাড়িয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান জানান, মমতাজ বরাবরই ভাল ছাত্রী। খুব মনোযোগী ছিলো লেখা পড়ার প্রতি। শিক্ষক হবার স্বপ্ন দেখতো সে। শিক্ষকগনও তাকে সকল প্রকার উৎসাহ যোগাতেন। ইতোপূর্বে মমতাজের বিয়ের কথা উঠলে স্কুলের শিক্ষকদের বাধার মুখে তা পন্ড হয়। ইতোমধ্যে চোখ পড়ে একই গ্রামের বিবাহ রেজিষ্টার মোশারফ হোসেনের। লেখাপড়া শিখে মেয়ে বিপথগামী হতে পারে তাই বিয়ে দেয়ার জন্য বলেন মমতাজের পিতা কামরুল ইসলামকে। পাত্র হিসেবে নির্বাচন করেন গাংনী উপজেলার শওড়াতলা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে লিটন (৩০) কে। বুনিয়াদি ঘর আর প্রবাসী বর পেয়ে আত্মীয়তা করার জন্য রাজী হয়ে যায় মমতাজের বাবা। সে অনুযায়ী বিয়ের দিন ধার্য করা হয় বৃহস্পতিবার সন্ধ্যায়। বাল্য বিবাহ আইনগত নিষিদ্ধ হলেও বিবাহ রেজিষ্টার মোশারফ হোসেন ও ঈমাম আরজেন আলী বিবাহের কাজ সম্পন্ন করেন।

বাল্য বিবাহের বিষয়টি জেলা প্রশাসক দেলওয়ার হোসেন,গাংনী উপজেলা নির্বাহি অফিসার আব্দুস সালাম, ওসি মিজানুর রহমান ও কাথুলী ইউপি’র চেয়ারম্যান কাবুল হোসেনকে জানানো হয়। তাৎক্ষনিক ভাবে গাংনী থানার ওসি পুলিশের একটি টীম ঘটনাস্থলে প্রেরণ করেন। কিন্তু পুলিশ উপস্থিত হবার আগেই মমতাজের বিয়ে হয়ে গেছে। এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে আটকের ভয়ে পালিয়ে গেছে বিবাহ রেজিস্টার মোশারফ হোসেন ও জামে মসজিদের ঈমাম আরজেন আলী। এদিকে মমতাজের পিতা কামরুল ইসলাম জানান,ধলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই আমিনুল ইসলাম বিয়ে ঠেকাতে এসে ১হাজার১’শ টাকা মাশোহারা নিয়ে চলে গেছে। প্রথমে বিয়ে বন্ধ করার জন্য বিভিন্নভাবে হুমকী দিয়েছিল। পরে প্রথমে ৫’শ টাকা দেওয়া হয়। তাতে ওই পুলিশ অফিসারের মনপূত না হওয়ায় আরো ৬’শ টাকা দেওয়া হয়। ১হাজার ১’শ টাকা হাতে পেয়ে পুলিশ কর্মকর্তা চলে যান। এরপর বিয়ে পড়ানো হয়। এদিকে পুলিশের এএসআাই আমিনুল ইসলাম জানান,বাল্য বিবাহ হচ্ছে এমন সংবাদ পেয়ে বিয়ে বন্ধ করার জন্য আমি গিয়েছিলাম। কিন্ত তার আগেই বিয়ে হয়ে গেছে। কাজীকে আটকের চেষ্টাও চালানো হয়েছে। কিন্ত কাজী পালিয়ে যাওয়ার ফলে তাকে ধরা সম্ভব হয়নি। পরে তারা আমার বিরুদ্ধে টাকা নেওয়ার মিথ্যে রটনা ছড়াচ্ছে। গাংনী উপজেলা নির্বাহি অফিসার আব্দুস সালাম জানান, বাল্য বিয়ের বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কিন্তু পুলিশ পৌছানোর আগেই বিয়ে হয়ে গেছে। তারপরও বিয়ে রেজিষ্টার ও ইমামকে ধরে আনার জন্য পুলিশকে বলা হয়েছে।