স্বাস্থ্য

পানিবাহিত কারণেই ডায়রিয়ার প্রকোপ— তদন্ত কমিটির প্রতিবেদন

By মেহেরপুর নিউজ

May 23, 2015

মেহেরপুর নিউজ,২৩ মে: পানিবাহিত কারণেই মেহেরপুরে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে বলে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন আইসিডিডিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নারায়ন চন্দ্র দাসের নেতৃত্বে তদন্ত কমিটি।শনিবার দুপুরে তিনি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকীর কাছে এ প্রতিবেদন জমা দেন।

এদিকে শনিবার বিকালে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন মেহেরপুর জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ড পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি রোগীদের সাথে কথা বলেন এবং তাদের খোজখবর নেন। এসময় এমপি ফরহাদ হোসেন জেনারেল হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা. আলোক কুমারকে সেবার মান বৃদ্ধি করার আহবান জানান।

উল্লেখ্য, গত তিন সপ্তাহে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে প্রায় ১২’শ রোগী চিকিৎসা নিয়েছেন। এদের অধিকাংশ মেহেরপুর পৌর শহরের বাসিন্দা বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। এছাড়া ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ২জন মারা যাওয়ার ঘটনাও ঘটে।