কৃষি সমাচার

পানির অভাবে চলতি মৌসুমে মেহেরপুরে পাট চাষের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি

By মেহেরপুর নিউজ

June 04, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ জুন: ভাল দাম পাওয়ার আশা থাকলেও শুধুমাত্র বৃষ্টির পানির অভাবে চলতি মৌসুমে মেহেরপুর জেলায় পাট চাষের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি পাঠ মৌসুমে মেহেরপুর জেলায় পাট চাষের লক্ষ্যমাত্রা  ধার্য্য করা হয়েছিল ২৪ হাজার ৯শ’ ৬৬ হেক্টর জমির। কিন্তু শুধুমাত্র বৃষ্টির পানির অভাবে চাষিরা তাদের আবাদকৃত জমির পাট জাগ দিতে হিমশিম খাওয়ার আশায় চাষিরা এ মৌসুমে পাট চাষে নিরুৎসাহী হয়েছে। যে কারনে চলতি মৌসুমে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ৩ হাজার ৬২ হেক্টর পরিমান কম জমিতে পাট চাষ হয়েছে। অর্থাৎ এবার পাট চাষ হয়েছে  ২১ হাজার ৯শ’ ৪ হেক্টর জমিতে। গত মৌসুমে  মেহেরপুর জেলায় পাট চাষ হয়েছিল ২৫ হাজার ৬শ’ হেক্টর জমিতে।