বর্তমান পরিপ্রেক্ষিত

পাবনায় সড়ক দুর্ঘটনায় গাংনীর ট্রাক চালক সেলিম নি-হ-ত

By Meherpur News

June 17, 2025

 গাংনী প্রতিনিধি :

পাবনা শহরে সড়ক দুর্ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটী গ্রামের ট্রাক চালক সেলিম হোসেন (৩২) নিহত হয়েছেন। নিহত সেলিম সাহারবাটী গ্রামের আব্দুল গনির ছেলে। মঙ্গল পাবনা শহরের একটি যাত্রীবাহী পরিবহনের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের ঘটনা ঘটে।

পারিবারিক সূত্র জানায়, সেলিম সােমবার দিবাগত রাতে ঢাকা মেট্রো্ ট-১৫-৮৬৭৯ নম্বরের  ট্রাকে পাথর বোঝাই করে চট্টগ্রাম থেকে রাজশাহী যাচ্ছিলেন।  ট্রাকটি পাবনা জেলা শহরের সন্নিকটে পৌঁছালে, বিপরিত দিক থেকে আসা দ্রতগামী পাবনা এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাসের সাথে মুখােমুখি সংঘর্ষ হয় । এতে ঘটনাস্থলেই সেলিম নিহত হন। ট্রাকটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।