রাজনীতি

পাল্টাপাল্টি কর্মসূচীতে উৎকণ্ঠায় জেলা বাসী।। ২ প্লাটুন বিজিবি মোতায়েন

By মেহেরপুর নিউজ

January 05, 2015

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ জানুয়ারি: মেহেরপুরে বিএনপি ও আওয়ামীলীগের পাল্টা পাল্টি কর্মসূচিকে ঘীরে উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছে জেলাবাসি। বিএনপি গণতন্ত্র হত্যা দিবস পালন উপলক্ষে কালো পতাকা মিছিল ও আওয়ামীলীগের সরকারের বর্ষপূর্তিতে আনন্দ মিছিলের ঘোষণা দিয়েছে। এদিকে উভয় দলের কেন্দ্র ঘোষিত কর্মসূচিকে ঘীরে বাড়তি উদ্বেগের কারনে মেহেরপুর জেলায় পুলিশ ও র‌্যাবের পাশাপাশি সোমবার ভোর থেকে ২ প্লাটুন বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা ২ জন ম্যাজিস্ট্রেট এর সহায়তায় জেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান টহল শুরু করেছেন বলে জানিয়েছেন মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেন। সকাল থেকেই জেলা বিএনপি’র কার্যালয়, গাংনী উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে ব্যাপক পুলিশ মোতায়ন রয়েছে। বিএনপি কার্যালয় পুলিশ বেষ্টনিতে থাকায় সেখানে বিনেপি’র কোন নতা কর্মীকে দেখা যাচ্ছেনা। মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলম জানান, এখন পর্যন্ত জেলায় কোন অপ্রিতীকর ঘটনার খবর নেই। তবে বিএনপি’র পক্ষ থেকে কোন কর্মসূচি পালন করা হবেনা বলে জানিয়েছেন বিএনপি’র পক্ষ থেকে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের প্রস্তুতি রয়েছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর। জেলা শহর ও উপজেলা শহর ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিজিবি সদস্যরা রয়েছেন শর্তক অবস্থানে।

মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিয়াজান আলী জানান, সরকারের বছর পূর্তিতে সকাল ১০ টার সময় আনন্দ র‌্যালি ও সমাবেশ করা হবে। এলক্ষে সকল প্রস্তুতি রয়েছে জেলা আওয়ামীলীগের। গাংনী আসনের সংসদ সদস্য মকবুল হোসেন জানান, বর্তমান সরকারের বছর পূর্তিতে গাংনীতে বণ্যাঢ্য র‌্যালি ও সমাবেশের আয়োজন করা হয়েছে। গাংনী উপজেলা শহরের বাসস্ট্যান্ড চত্তরে সমাবেশের আয়োজন করা হয়েছে। এদিকে ক্ষমতাসীন ও বিরোধী দলের পাল্টা পাল্টি কর্মসূচির কারনে সকাল থেকে মেহেরপুর জেলা শহরে ও গাংনী উপজেলা শহরে কোন দোকান পাট খোলেনি ব্যবসায়ীরা। মেহেরপুর জেলা শহর থেকে ঢাকাগামী বা দুরপাল্লার কোন গাড়ি ছেড়ে যায়নি। সাবেক এমপি মাসুদ অরুন জানান, দলীয় কার্যালয় এখন বিজিবি ও পুলিশে আচ্ছাদিত। সেখানে কোন নেতা কর্মী যেতে পারছেন না। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহত্রাণ বিষয়ক সম্পাদক সাবেক এমপি আমজাদ হোসেন জানান, গাংনী উপজেলা বিএনপি কার্যালয় এখন পুলিশ বেষ্টনিতে ঘেরা। সেখানে কোন নেতাকর্মীদের যেতে দিচ্ছেনা পুলিশ। রবিবার রাতভর বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশী চালিয়েছে পুলিশ। গাংনীর ৬ জন সহ জেলার ১০ জন নেতাকর্মীকে কোন মামলা ছাড়াই গ্রেফতার করেছে। বিএনপি’র জন্য অলিখিত ভাবে কার্ফ্যু জারী করেছেন পুলিশ। কিন্তু পুলিশী প্রহারায় আওয়ামীলীগের কর্মসূচি পালন চলছে।