কবিতা

পাহাড় ছোঁয়া মেঘ

By মেহেরপুর নিউজ

October 27, 2019

রাফিয়া আক্তার পলি *****************

কেন আসলে? কেন দাঁড়ালে ছায়া হয়ে? বেশ তো ছিলাম মেঘ জমা পাহাড়ের শরীরে লেপ্টে থেকে পুড়ে পুড়ে কেন বললে ভালোবাসি? উড়ে উড়ে চলা জোড়া বলাকা ডানা ছুঁয়ে থাকা মমতা নিয়ে কেন হাসলে মুগ্ধ হয়ে?

আমি পাহাড় ছেড়ে মেঘ মল্লার হয়ে মাঠ ছাড়িয়ে হেলান দেবো সবুজ ঘাসে এমন বিচ্ছেদ আমি চাইনা কেন এমন কষ্ট দিলে ইচ্ছে করে নষ্ট হলে! রোজ বিকেলে ডুবতে চেয়ে রঙিন সূর্য কান্না নিয়ে বুকটা ভাসায় পৃথিবী ছেড়ে বিরহ ব্যথায় ঝুলে থাকা আকাশ কেন কাঁদে মাটির জন্য? বলো না গো এতো জল কোথায় থাকে ?