বর্তমান পরিপ্রেক্ষিত

পিতার কবর জিয়ারত করলেন জনপ্রশাসন মন্ত্রী

By মেহেরপুর নিউজ

February 02, 2024

মেহেরপুর নিউজ:

জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন তার পিতা মরহুম ছহি উদ্দিন বিশ্বাস এর কবর জিয়ারত করেছেন। শুক্রবার জুম্মার নামাজ শেষে ফরহাদ হোসেন মেহেরপুর পৌর কবরস্থানে কবর জিয়ারত করেন। এসময় জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন সেখানে ফাতেহা পাঠ করেন। এবং তার পিতার আত্মার শান্তি কামনায় দোয়া করেন। স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দের এসময় সেখানে উপস্থিত ছিলেন।

জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের পিতা মরহুম ছহি উদ্দীন বিশ্বাস ১৯৬২ সালে আওয়ামী লীগ সভাপতি নির্বাচিত হন। তিনি ১৯৭০ খ্রিষ্টাব্দে এম.এন.এ. (জাতীয় পরিষদের সদস্য) ছিলেন । এ ছাড়াও  তিনি ১৯৭০ সালে কুষ্টিয়া-৫ আসনে প্রথমবারের মতো এমপি নির্বাচিত ও ১৯৮৬ সালে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। । তিনি ১৯৭৫ খ্রিস্টাব্দে বাকশাল ডিস্ট্রিক্ট গভর্নর নির্বাচিত হন । তিনি বৃহত্তর কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন । বঙ্গবন্ধুর অত্যন্ত ঘনিষ্ঠ ও বিশ্বস্ত রাজনৈতিক সহকর্মী মরহুম ছহিউদ্দীন বিশ্বাস মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসাবে স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন । তিনি মেহেরপুরের মুজিবনগরে বাংলাদেশের প্রথম সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজক ও সংগঠক ছিলেন । ১৯৯০ সালে তিনি মারা যান।