বর্তমান পরিপ্রেক্ষিত

পিরোজপুরে মেধাবী শিক্ষার্থীদের সাইকেল বিতরণ

By মেহেরপুর নিউজ

May 27, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২০২২-২০২৩ অর্থ বছরের এডিবি’র অর্থায়নে পিরোজপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাইকেল ও শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিক চিকিৎসা সামগ্রী বিতরণ ।

বৃহস্পতিবার দুপুরের দিকে পিরোজপুর পরিষদ প্রাঙ্গণে পিরোজপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ২১ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাইকেল এবং পিরোজপুর ইউনিয়নের ১৪ টি মাধ্যমিক, প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসায় প্রাথমিক চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম উপস্থিত থেকে সাইকেল ও প্রাথমিক চিকিৎসা সামগ্রী বিতরণ করেন। এ সময় সদর উপজেলা ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু, পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস,মেহেরপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি কাজী শহিদুল হক, অ্যাডভোকেট খন্দকার আব্দুল মতিন, পিরোজপুর ইউনিয়নের সচীব আজিম উদ্দিন, আসিফ আজিম প্রমুখ উপস্থিত ছিলেন।