মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে এবং এডিপি (বার্ষিক উন্নয়ন কর্মসূচি) অর্থায়নে ২০২৪-২৫ অর্থবছরে সেলাই মেশিন, খেলাধুলার সামগ্রী ও কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খাইরুল ইসলাম। তিনি সুবিধাভোগী কৃষক ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিনিধিদের হাতে সেলাই মেশিন, ফুটবল, ভলিবল, ক্রিকেট সেট ও স্প্রে মেশিন তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইকবাল এনামুল কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা এরশাদ আলী, ইউপি সদস্য আনেয়ারুল ইসলাম এবং প্রধান শিক্ষক আবুল কাশেম।
বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল ১৪টি সেলাই মেশিন, ২৫টি ফুটবল, ২৫টি ভলিবল, ৮টি ক্রিকেট সেট এবং কৃষকদের জন্য ১২০টি স্প্রে মেশিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য আমিরুল ইসলাম, কাল মিয়া, রহিদুল ইসলাম, আসাদুল ইসলাম, ইস্কান্দার মোহাম্মদ বিপ্লব, আজিজুল ইসলাম বেল্টু, শাহিনুর খাতুন শাহিন, আশান্নুরী, আমেনা খাতুন প্রমুখ।