বর্তমান পরিপ্রেক্ষিত

পুলিশের উদ্ধারকৃত ফেন্সিডিলের আসল মালিক আটক

By মেহেরপুর নিউজ

October 03, 2015

মেহেরপুর নিউজ,০৩ অক্টোবর: মেহেরপুর শহরের পন্ডের ঘাট এলাকা থেকে পুলিশের উদ্ধার করা ৪৩৯ বোতল ফেন্সিডিলের আসল মালিক সাহাবদ্দিন কে আটক করেছে পুলিশ। আটক সাহাবদ্দিস চুয়াডাঙ্গা চন্ডিপুর গ্রামের আবু বকরের ছেলে। শনিবার ভোরে মেহেরপুর সদর থানার এস আই রফিক চুয়াডাঙ্গার চন্ডিপুরের নিজ বাড়ি থেকে তাকে আটক করে।