আইন-আদালত

পুলিশের নির্যাতনে ছাগল ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ

By মেহেরপুর নিউজ

May 25, 2019

সারাদেশ ডেস্ক, ২৫মে: টাঙ্গাইলের গোপালপুরে পুলিশের নির্যাতনে আব্দুল হাকিম (৫০) নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় গোপালপুরের ঝাওয়াইলে এ ঘটনা ঘটে। তবে পুলিশ নির্যাতনের বিষয়টি অস্বীকার করেছে।নিহত আব্দুল হাকিম ছাগলের ব্যবসা করতেন।

স্থানীয়রা জানায়, শুক্রবার বিকালে উপজেলার ঝাওয়াইল টেকনিক্যাল কলেজ মাঠে আব্দুল হাকিমসহ কয়েকজনে তাস খেলছিলেন। এ সময় গোপালপুর থানার উপপরিদর্শক (এসআই) তাহেরের নেতৃত্বে একদল পুলিশ সাদা পোশাকে মাইক্রোবাস নিয়ে ওই মাঠে অভিযান চালায়। অভিযান চালিয়ে আব্দুল হাকিম, সুরুজ্জামান, হারাধন চন্দ্র, গৌরাঙ্গ চন্দ্র ও মো. রিপনকে আটক করে থানায় নিয়ে যায় এবং বেদম মারধর করে। সেখানে হাকিম অসুস্থ হয়ে পড়লে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাকিমের স্বজনদের অভিযোগ, পুলিশের নির্যাতনে হাকিমের মৃত্যু হয়েছে। তারা দায়ী পুলিশের দৃষ্টান্তমূলক শাস্তি চান। এদিকে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ঝাওয়াইল গ্রামের শত শত মানুষ হাসপাতালে ছুটে আসেন। এ সময় তারা বিক্ষোভ মিছিল করে এসআই তাহেরসহ এ ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। ঝাওয়াইল গ্রামের আব্দুল হামিদ বলেন, নিহত হাকিম খুবই ভালো মানুষ ছিলেন। তিনি ছাগল ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন। ঝাইওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার বলেন, একজন সুস্থ মানুষকে আটক করার পর তার মৃত্যু হলো। বিষয়টি রহস্যজনক। এর সুষ্ঠু তদন্ত হলে মৃত্যুর রহস্য উদ্ঘাটিত হবে।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, জুয়ার আসর থেকে পুলিশ কয়েকজনকে আটক করে। হাকিম দৌড়ে পালিয়ে যাওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হন। তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানেই মৃত্যুবরণ করেন।