বর্তমান পরিপ্রেক্ষিত

পুলিশের সফল অভিযান :: অপহৃত কৃষক উদ্ধার, দুই অপহরণকারী আটক

By মেহেরপুর নিউজ

March 17, 2017

মেহেরপুর নিউজ,১৭ মার্চ: মেহেরপুরের গাংনী উপজেলার চককল্যানপুর গ্রামে ক্ষেতে সেচ দেওয়ার সময় অপহৃত মোশাররফ হোসেনকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকাল ৫ টার দিকে গাংনী থানার ওসি আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল চেংগাড়া গ্রামের চিহিৃত সন্ত্রাসী মিন্টুর বাড়ি থেকে ওই কৃষককে উদ্ধার করে। একই সঙ্গে অপহরণের সাথে জড়িত দুজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন-গাংনী উপজেলার কাষ্টদহ গ্রামের আব্দুল মমিনের ছেলে জিনারুল ইসলাম এবং সদর উপজেলার আমঝুপি গ্রামের ইমান আলীর ছেলে ওমেদ আলী। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, চেংগাড়া গ্রামের সন্ত্রাসী মিন্টুর বাড়িতে আটকে রেখেছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালান হয়। সেখানে অভিযান চালিয়ে অপহৃত মোশাররফ হোসেন কে চোঁখমুখ বাধা অবস্থায় একটি কক্ষ থেকে উদ্ধার করা হয়। একই সঙ্গে ওই কক্ষ থেকে অপহরণকারী জিনারুল ও ওমেদ আলীকে আটক করা হয়। এসময় বিক্ষুদ্ধ স্থানীয় জনতা অপহরনকারীদের বেধড়ক মারপিট করে। জনতার হাত থেকে তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উদ্ধার হওয়ার পর মোশাররফ হোসেন সাংবাদিকদের জানান, গত বুধবার রাত সাড়ে ৮ টার দিকে চককল্যানপুর মাঠে ফসলের জমিতে পানি দেওয়ার সময় ৭/৮ জনের একটি দল তাকে অপহরন করে। পরে তাকে চোঁখমুখ বাধা অবস্থায় একটি কক্ষে আটকিয়ে রেখে তার কাছ থেকে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল অপহরনকারীরা। গাংনী থানার ওসি আনোয়ার হোসেন আরো জানান, অপহরকারীদলের মুল হোতা চেংগাড়া গ্রামের আব্দুল গনী মিয়ার ছেলে মিন্টু সহ তার সহযোগীরা পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে গেছে। তাদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। প্রসঙ্গত, বুধবার রাত ৮ টার দিকে চককল্যানপুর মাঠে ফসলের জমিতে পানি দেওয়ার সময় এ অপহরনের ঘটনা ঘটে। এসময় অপহরনকারীদের হামলায় আলফাজ উদ্দীন নামের আরেক কৃষক আহত হয়।